Sports News : দুবাইয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স মিনার্ভা অ্যাকাদেমির (Minarva Academy)। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলকে চমকে দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে তারা। যার অন্যতম কারিগর থিয়াম ম্যালেমগানবা।
প্রতিযোগিতায় গোলের পর গোল করেছেন থিয়াম। ৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। সেমি ফাইনাল এবং ফাইনালে রয়েছে হ্যাটট্রিক। বিদেশের মাটিতে মিনার্ভা অ্যাকাদেমির এই সাফল্য নিয়ে লেখালেখি হয়েছে দক্ষিণ ভারতের বহু সংবাদ মাধ্যমে।
দুবাইয়ে প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল মিনা কাপ (Mina Cup) যুব ফুটবল টুর্নামেন্ট। সেখানে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লা লিগা ইত্যাদি নাম নিয়ে অংশগ্রহণ করেছিল দলগুলো। ছিল ভারতের খুদেরাও। প্রতিযোগিতায় চমকে দিয়েছে ভারতীয় অংশগ্রহণকারীরা।
Presenting to you 𝓜𝓪𝓷 𝓸𝓯 𝓽𝓱𝓮 𝓣𝓸𝓾𝓻𝓷𝓪𝓶𝓮𝓷𝓽, 𝗧𝗵𝗶𝘆𝗮𝗺 𝗠𝗮𝗹𝗲𝗺𝗻𝗴𝗮𝗻𝗯𝗮! 🤩😍
He scored 1️⃣2️⃣ goals in 5️⃣ matches including hat-tricks in the semi-final and final! 🔥#MAFC #Warrirs #TheFactory #IndianFootball #WarriorsInDubai pic.twitter.com/Lt5iSyzwKO
— Minerva Academy Football & Cricket Club (@minervapunjabfc) April 12, 2022
প্রতিযোগিতা চোখ টেনেছে মেক্সিকো, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো ফুটবল খেলিয়ে দেশের। মাঠে নামা বহু ফুটবলারকে কোচিং করিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিচেল সালগাদো।
মিনা কাপে এক দল ভারতীয় চমকে দিয়েছেন সকলকে। দেশের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা। প্রতিযোগিতার প্রথম দিন মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ দলের খুদেরা পরাস্ত করেছে বার্সেলোনা অ্যাকাদেমিকে। সোমবার রাতে দুবাইয়ে অবস্থিত লা লিগা অ্যাকাদেমির দলকে মিনার্ভা হারিয়েছিল ৪-০ গোলে।