Sports News : বার্সেলোনা-ম্যানচেস্টারকে চমকে দিয়ে টুর্নামেন্ট জিতল ভারতের ফুটবল দল

Sports News : দুবাইয়ে প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল মিনা কাপ (Mina Cup) যুব ফুটবল টুর্নামেন্ট। সেখানে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লা লিগা ইত্যাদি নাম নিয়ে অংশগ্রহণ…

Sports News : দুবাইয়ে প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল মিনা কাপ (Mina Cup) যুব ফুটবল টুর্নামেন্ট। সেখানে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লা লিগা ইত্যাদি নাম নিয়ে অংশগ্রহণ করেছিল দলগুলো। ছিল ভারতের খুদেরাও। প্রতিযোগিতায় চমকে দিয়েছে ভারতীয় অংশগ্রহণকারীরা।

প্রতিযোগিতা চোখ টেনেছে মেক্সিকো, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো ফুটবল খেলিয়ে দেশের। মাঠে নামা বহু ফুটবলারকে কোচিং করিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিচেল সালগাদো।

মিনা কাপে এক দল ভারতীয় চমকে দিয়েছেন সকলকে। দেশের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা। প্রতিযোগিতার প্রথম দিন মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ দলের খুদেরা পরাস্ত করেছে বার্সেলোনা অ্যাকাদেমিকে। সোমবার রাতে দুবাইয়ে অবস্থিত লা লিগা অ্যাকাদেমির দলকে মিনার্ভা হারিয়েছিল ৪-০ গোলে।

টিমের গোলরক্ষক বলেছেন, ‘ আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। লা লিগা, বার্সেলোনা, ম্যান সিটিকে পিছনে ফেলে আমরা প্রতিযোগিতায় সেরা হয়েছি। অবিশ্বাস্য!’

‘আমাদের জার্সিতে ভারতের পতাকা ছিল। মনে হচ্ছিল নিজের দেশের প্রতিনিধিত্ব করছি। প্রথমবার দেশের বাইরে এসেছি। নার্ভাস ছিল খুব।’