Sports News : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সম্প্রতি ভালো পারফর্ম করেছেন ভারতের মহিলা দল। নজর করেছেন একাধিক ভারত তনয়া। জানা গিয়েছে, জাতীয় দলের এক ফুটবলার (Manisha Kalyan) দৃষ্টি আকর্ষণ করেছেন একাধিক বিদেশি ক্লাবের।
জর্ডনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোল করেছিলেন মণীষা কল্যাণ। বিশ্বকাপের গোল করে জিতেছিলেন দলকে। পাঞ্জাবের মণীষার খেলা ফুটবল মহলের নজর কেড়েছে। স্পেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রর ক্লাব ভারতীয় এই ফুটবলারকে দলে নিতে আগ্রহী বলে খবর।
আরও পড়ুন: গ্রামে ছোটো দোকান চালাতেন বাবা, বিশ্বমানের গোল করে ভারতকে জিতিয়েছেন মেয়ে
মিশরকে পর্যুদস্ত করার পর জর্ডনের বিরুদ্ধেও দেশের মুখ উজ্জ্বল করেছিলেন ভারতের মেয়েরা। কুড়ি বছর বয়সী মণীষা কল্যাণ যে গোলটি করেছিলেন সে’টা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। যে কোনও আন্তর্জাতিক তারকার সেরা গোলের সঙ্গে তুলনায় আসতে পারে জর্ডনের বিরুদ্ধে তাঁর সেই গোল।
মাঝমাঠ থেকে মণীষা বল পেয়ে গিয়েছিলেন। মাঠের বাঁ-প্রান্তে ছিলেন তিনি। সেখান থেকে শুরু দৌড়। প্রতিপক্ষের দুই ফুটবলারকে সঙ্গে নিয়েই প্রবেশ করেছিলেন জর্ডনের বক্সে। স্প্রিন্টের সঙ্গে বক্সের বাম দিকের কোণ থেকে দূরপাল্লার শট। দলের পতন রোখার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বিপক্ষের গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মণীষার নেওয়া শট পৌঁছে গিয়েছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই একটি গোলই ম্যাচের ফয়সালা করেছিল।