Sports News : মা-কে অপমান ঈশানের, ঘটনায় শোরগোল 

Sports News : ক্রিকেটার ঈশান পোড়েল এর মা-কে অপমান করেছেন এক চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. শিশির চক্রবর্তী। ঈশানের মা-কে ‘পাগলের ডাক্তার’ দেখানোর পরামর্শ দেওয়া…

Ishan Porel

Sports News : ক্রিকেটার ঈশান পোড়েল এর মা-কে অপমান করেছেন এক চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. শিশির চক্রবর্তী। ঈশানের মা-কে ‘পাগলের ডাক্তার’ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ঈশান। এবার অভিযুক্ত চিকিৎসকের পাশে দাঁড়িয়ে ক্রিকেটারকে কড়া জবাব দিলেন ডা. অভ্র ঘোষ। যা ফেসবুক-এ শেয়ার করেছেন শহরের অন্যতম স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঈশান লেখেন, “আমি কখনওই অনলাইনে কারও বিরুদ্ধে কোনও কথা বলিনি। কিন্তু, এবার বলতে বাধ্য হচ্ছি। কারণ, সম্প্রতি আমার মা একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছেন। ওষুধপত্র নিয়ে প্রশ্ন করায় চিকিৎসক তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন।” তাঁর সংজোযন, “চিকিৎসক মাকে বলেছেন মানসিক চিকিৎসক দেখাতে। পাশাপাশি, রূঢ়ভাবে বলেছেন, ‘চিন্তা নেই। আপনার যে রোগ হয়েছে তাতে মরবেন না! আমার মা কোনও কথা বলতে পারেননি। কিন্তু, বিষয়টি বলতে আমি বাধ্য হলাম।” বিষয়টি জানার পরে ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটনাগরিকদের একাংশ।

ঘটনায় এবার ডা. শিশির চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক মহলের একাংশ। চিকিৎসক অভ্র ঘোষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে খেলোয়াড়কে প্রত্যুত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, “মানসিক রোগ কোনও গালিগালাজ নয়। মানসিক রোগী হওয়াও কোনো পাপ নয়। বা কোনো রোগীকে আমরা যখন Psychiatrist Evaluation করাতে বলি, তার মানে তাকে পাগল বলাও নয়। বিশ্বাস করুন, এমন অনেক মানসিক রোগ আছে যার মৃত্যুর হার ক্যানসারের চেয়েও বেশি। এমনকী মানসিক অবসাদ জাতীয় রোগ সম্পর্কে আমাদেরকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2017 -তে World Health Day -তে স্লোগানই রেখেছিল ‘Depression: Let’s Talk’।

সেখানে আপনার মতো গণ্যমান্য এক ব্যক্তির থেকে এমন কমেন্ট একেবারেই কাম্য নয়।” তিনি আরো বলেন, “কোনও জীবনহানিকর রোগ নেই, বলাটা কী ভাবে অবমাননাকর হয় একটু বলবেন! আপনি মায়ের সঙ্গে ছিলেন না সে সময়। একটু ভালো করে খোঁজ নিন বাবা-মায়ের কাছে। সঙ্গে এটাও বলা হয়েছিল রোগটি ওঁর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করবে। কিন্তু, রোগটা কী রকম সেটাই বলা হয়েছে।” যা শেয়ার করেছেন শহরের অন্যতম স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা।

ডা. অভ্র ঘোষের সংযোজন, “রোগীর জাতপাত দেখে যেমন চিকিৎসা করা হয় না, তেমনই সে VIP বা তাঁদের আত্মীয় দেখে আলাদা চিকিৎসা করা হয় না। যাঁর বিরুদ্ধে আপনি এই সালিশিসভা খুলেছেন, সেই শিশির স্যার শুধু ডাক্তার নন। উনি একজন শিক্ষক। যাঁর কাছে আমি এবং আমার মতো শয়ে শয়ে ছাত্র ডাক্তারি শিখেছি, শিখছি। তাই ওঁর মতো মৃদুভাষী এবং তুখোড় ক্লিনিশিয়ান সম্পর্কে আপনার ওই লেখাটা পড়ে খুব অবাক লাগল।”