Sports News: বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট পেলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই তারকা

জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন অরুন্ধতী চৌধুরিকে হারিয়ে (Sports News) বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন খেলার ছাড়পত্র জোগাড় করে নিলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই। বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের…

জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন অরুন্ধতী চৌধুরিকে হারিয়ে (Sports News) বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন খেলার ছাড়পত্র জোগাড় করে নিলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই। বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে মোট ১২জন মহিলা বক্সার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অসমের লভলিনা। কিন্তু আন্তর্জাতিক বক্সি অ্যাসোসিয়েশনের অন্তর্গত কোনও প্রতিযোগিতায় ৬৯ কেজি না থাকায় ৭০ কেজি বিভাগে লড়তে হয়েছে লভলিনাকে। লাইট মিডলওয়েটের ট্রায়ালে অরুন্ধতীকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেন অসম তনয়া।

তুরস্কের ইস্তানবুলে আগামী ৬ মে থেকে আইবিএ মহিলা বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২১ মে পর্যন্ত। লভলিনা ছাড়া এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা ভারতের মহিলা বক্সাররা হলেন- নিখাত জারিন (৫২ কেজি), নিতু (৪৮ কেজি), অনামিকা (৫০ কেজি), শিক্ষা (৫৪ কেজি), মণীষা (৫৭ কেজি), জেসমিন (৬০ কেজি), পরবীন (৬৩.৫ কেজি), অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি), সুইটি বুরা (৭৫ কেজি), পূজা রানি (৮১ কেজি) ও নন্দিনী (৮১ কেজির বেশি)।