Kerala Blasters: পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা, কী বললেন ইভান?

আইএসএলের প্লে-অফে আগেই নিশ্চিত হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বর্তমানে সাধারণ ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য দক্ষিণের এই ফুটবল দলের। বুধবার নিজেদের ঘরের…

kerala blasters coach

আইএসএলের প্লে-অফে আগেই নিশ্চিত হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বর্তমানে সাধারণ ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য দক্ষিণের এই ফুটবল দলের। বুধবার নিজেদের ঘরের মাঠে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হতে হয়েছে তাদের। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেও আসেনি জয়।

সময় যত এগিয়েগেছে ততই ভয়ঙ্কর হয়েছে লাল-হলুদ ব্রিগেড। যা নিয়ে কিছুটা হলেও হতাশ কেরালা দলের সমর্থকরা। এই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে এসেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। অন্যদিকে, পরাজিত হলেও নিজেদের স্থানে অনড় থেকেছে কেরালা ব্লাস্টার্স।

তবে এই পরাজয় ভুলে এখন দলের পুরনো ছন্দ ফিরিয়ে আনাই অন্যতম লক্ষ্য ইভান ভুকোমানোভিচের। এই মর্মেই এবার পরবর্তী ম্যাচ খেলতে গুয়াহাটি উড়ে যাবে কেরালা দল। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক এমনটাই জানালেন দলের কোচ। তিনি বলেন, ম্যাচ সূচী অনুযায়ী আগামীকাল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে আমাদের গোটা দল।

এক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে ভালো ফল করাই অন্যতম লক্ষ্য। আশা করছি, প্লে অফের লড়াইয়ের আগে আমরা নিজেদের ভালোমতো প্রস্তুত করে নিতে পারব। সেই সাথে আমাদের এই টুর্নামেন্টে চমক দেওয়ারও পরিকল্পনা রয়েছে। আশা করছি আমরা এই টুর্নামেন্ট থেকে ভালো কিছু অর্জন করব।

উল্লেখ্য, আগামী ৬ই এপ্রিল হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স।‌ যেখানে মূলত ভারতীয় ফুটবলারদের খেলানোর ক্ষেত্রেই হয়তো বাড়তি গুরুত্ব দিতে পারেন ইভান ভুকোমানোভিচ। এরপর তাদের খেলতে হবে এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে। বলতে গেলে, খেতাব জয়ের লড়াই শুরু হওয়ার আগে নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিতে চাইছে প্রীতমরা।