Sports News : কিবু ভিকুনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে দায়িত্ব পেতে পারেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তনী

Abhishek-Football-Club

Sports News : দল গঠনে কোনো খামতি রাখতে চাইছে না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। দলের প্রধান কোচ হতে পারেন কিবু ভিকুনা। গোলকিপার কোচের ভূমিকায় দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচ খেলা এক বঙ্গ তনয়।

মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে বিশেষ দায়িত্ব পেতে পারেন অভ্র মন্ডল। তাঁকে গোলকিপার কোচিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

   

কলকাতার অভ্র ভারতের বহু ক্লাবের হয়ে খেলেছেন। বিশেষত ইস্টবেঙ্গল। তাঁর সিনিয়র কেরিয়ারের শুরুতেই লাল হলুদ শিবির। ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ইস্টবেঙ্গলে ছিলেন এক টানা। নব্বইয়ের কাছাকাছি ম্যাচে মাঠে নেমেছিলেন।

ইস্টবেঙ্গল ছাড়াও পুনে, বেঙ্গালুরু ফুটবল ক্লাব, চেন্নাইয়ের দলে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন অভিজ্ঞ এই বাঙালি গোলরক্ষক।

ফুটবলার হিসেবে সিনিয়র কেরিয়ারের শুরু যেমন লাল হলুদ শিবির থেকে। তেমনই কোচিংয়েও হাত পাকানো শুরু করেছিলেন কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব থেকে। লাল হলুদে পেয়েছিলেন বিশেষ দায়িত্ব। এবার হয়তো ডায়মন্ড হারবার ক্লাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন