Oscar Bruzon: আইএসএল ক্লাবে আসবেন বসুন্ধরা কিংসের কোচ?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) বসুন্ধরা কিংসকে টানা পাঁচবার চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে (Oscar Bruzon) নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। তিনি নতুন দলের…

Oscar Bruzon

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) বসুন্ধরা কিংসকে টানা পাঁচবার চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে (Oscar Bruzon) নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। তিনি নতুন দলের দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা।

   

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, অস্কার ব্রুজনকে দলে নিতে আগ্রহী ভারতের একাধিক ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবও নাকি এই অভিজ্ঞ কোচের ব্যাপারে আগ্রহী। যদিও ইন্ডিয়ান সুপার লিগের কোন ক্লাব তাঁকে কোচ হিসেবে নিয়োগ করতে আগ্রহী সেটা স্পষ্ট নয়।

Mohun Bagan: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, ট্রফি জয়ের সুযোগ

বসুন্ধরা কিংসের হয়ে কোচিং করিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন অস্কার ব্রুজন। ভারতেও তিনি সুনামের সঙ্গে কোচিং করিয়েছিলেন। ভারতের একাধিক ক্লাবের হয়ে প্রশিক্ষকের দায়িত্ব সামলেছিলেন তিনি। স্পোর্টিং ক্লুব দ্যা গোয়ার হয়ে ২০১৩-১৪ মরসুমে জিতেছিলেন গোয়া প্রফেশনাল লিগ। এরপর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মুম্বই সিটি এফসির হয়ে কিছু সময়ের জন্য সামলেছিলেন সহকারী প্রশিক্ষকের দায়িত্ব। আই লিগে মুম্বই এফসির কোচ ছিলেন ২০১৭-তে। মালদ্বীপেও সাফল্য পেয়েছেন অস্কার ব্রুজন। জিতেছেন একাধিক ট্রফি।

মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের হয়ে জিতেছিলেন প্রেসিডেন্টস কাপ , মালদিভিয়ান শিল্ড ,মালদ্বীপের এফএ কাপ, প্রিমিয়ার লিগ। মালদ্বীপে সাফল্য পাওয়ার পর গিয়েছিলেন বাংলাদেশে, দায়িত্ব নেন বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংসের হয়ে টানা পাঁচবার জিতেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশের এই ক্লাবের হয়ে ফেডারেশন কাপ ও ইন্ডিপেন্ডেন্স কাপ-ও তিনি জিতেছেন।

CFL: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জোড়া গোল করা স্নেহাশীষ খেলবেন পিয়ারলেসের হয়ে

অস্কার ব্রুজনের দল বদল করার সম্ভাবনা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত বিষয়টি রয়েছে সোশ্যাল মিডিয়ায় জল্পনার স্তরে। বসুন্ধরা কিংসের কোচ ছাড়াও দলের একাধিক ফুটবলারকে নিয়েও জল্পনা রয়েছে। আসলে আসন্ন মরসুমে ভারতের একাধিক ক্লাবে নতুন কোচ ও ফুটবলার নিয়োগ করা হবে। সেহেতু এবারের জল্পনার মাত্রা কিছুটা বেশি।