Debjit Majumder: প্রবল হল দেবজিৎ-এর ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জল্পনা

প্রবল হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ও দেবজিৎ মজুমদার (Debjit Majumder) সংক্রান্ত জল্পনা। তাঁকে দলে ফেরানোর ব্যাপারে লাল হলুদ কর্তারা চেষ্টা চালাচ্ছেন বলে আগেই জানা গিয়েছিল। সেই…

Debjit Majumder

প্রবল হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ও দেবজিৎ মজুমদার (Debjit Majumder) সংক্রান্ত জল্পনা। তাঁকে দলে ফেরানোর ব্যাপারে লাল হলুদ কর্তারা চেষ্টা চালাচ্ছেন বলে আগেই জানা গিয়েছিল। সেই সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন দেবজিৎ মজুমদার। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি। লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকা সবুজ মেরুন ব্রিগেড পরাজিত হয়েছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচে ২-৩ গোলে হেরেছিল বাগান। এই ম্যাচে মোহনবাগানের পরাজয়ের অন্যতম কারণ অভিজ্ঞ দেবজিৎ মজুমদার।

চেন্নাইন এফসির বিরুদ্ধে অনায়াসেই জিততে পারতো মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন এই গোলরক্ষক। নিশ্চিত কিছু গোল থেকে সুপার জায়ান্টকে বঞ্চিত করেছিলেন তিনি। এরপরেই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই বঙ্গ তনয়।

শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল দেবজিৎ মজুমদারকে দলে নিতে আগ্রহী। নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে খেলবে দল। গোলের নীচে গিল আস্থা যুগিয়েছেন। দীর্ঘ সিজনের জন্য ভালো মানের একাধিক গোলরক্ষক প্রয়োজন। সে ক্ষেত্রে দেবজিৎ হতে পারেন আদর্শ ব্যক্তি। যদিও ক্লাব ও দেবজিৎ মজুমদারের মধ্যে কথাবার্তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে দুই দফায় ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন। এখন তিনি আরও পরিণত। বয়স বাড়লেও খেলার প্রতি তাঁর অধ্যাবসায় চোখে পড়ার মতো। দেবজিৎ-এর এখনও যে অনেক কিছু দেওয়ার মতো রসদ রয়েছে সেটা এবারের মরসুমে প্রমাণিত হয়েছে আরও একবার।