I League : টানা পাঁচ ম্যাচ অপরাজিত দুই দল, গোলে মোহন-ইস্টে খেলা ফুটবলাররা

জমে উঠেছে এবারের আই লিগ (I League)। খেতাব জয়ের দৌড়ে রয়েছে একাধিক ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) বেগ দিচ্ছে গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)।…

জমে উঠেছে এবারের আই লিগ (I League)। খেতাব জয়ের দৌড়ে রয়েছে একাধিক ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) বেগ দিচ্ছে গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। টানা পাঁচ ম্যাচ তারা অপরাজিত। একই পরিসংখ্যান রয়েছে লিগের আরও একটি দলের। দুই টিমের দূর্গের শেষ প্রহরী মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলাররা।

রবিবার অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে মহামেডান। রাউন্ডগ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাবের বিরুদ্ধে ১-৩ গোলে পরাজিত হয়েছে সাদা কালো ব্রিগেড। আই লিগ ক্রম তালিকার প্রথম স্থানে ফের গোকুলাম।

   

দক্ষিণ ভারতের এই দলটির গোলরক্ষক রক্ষিত ডাগর। রক্ষিত লাল হলুদ জনতার কাছে পরিচিত নাম। ২০১৮-২০ মরশুমে ছিলেন ইস্টবেঙ্গলে। খেলেছিলেন কুড়িটি ম্যাচ। তাঁর গ্লাভস জোড়া এখন ভরসা যোগাচ্ছে কেরালার দলটির রক্ষণভাগকে।

গোকুলামের মতো শেষ পাঁচটি ম্যাচে অপরাজিত চার্চিল ব্রাদার্স। সেখানে গোল বাঁচানোর দায়িত্বে রয়েছে শিল্টন পাল। মোহন জনতার প্রিয় ফুটবলার। শতাব্দী প্রাচীন ক্লাবের ঘরের ছেলে বলে পরিচিতি রয়েছে তাঁর। মোহনবাগানের হয়ে আড়াইশোর বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মছলন্দপুরের এই গোলকিপারের। সবুজ মেরুন তাঁবুতে ছিলেন ২০০৬-২০২০ মরশুম পর্যন্ত। মাঝে একাধিক ক্লাবে লোনে গিয়েছিলেন। এখন রয়েছে চার্চিল ব্রাদার্সে।

দশ ম্যাচ খেলে আই লিগ ক্রম তালিকার পয়লা নম্বরে রয়েছে গোকুলাম (২৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে মহামেডান স্পোর্টিং ক্লাব (২২ পয়েন্ট)। এগারো ম্যাচে সতেরো পয়েন্ট পেয়ে চার্চিল রয়েছে পঞ্চম স্থানে।