Mohammedan SC: আগামী ১৬ তারিখ বিশেষ অনুষ্ঠান মহামেডান শিবিরে, জানুন

গত কয়েকদিন আগেই শক্তিশালী ফুটবল ক্লাব শিলং লাজং এফসিকে হারিয়ে নয়া রেকর্ড তৈরি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বহু অপেক্ষার পর আইলিগ জয়ী হয়েছে…

Players of Mohammedan Sporting Club during a match

গত কয়েকদিন আগেই শক্তিশালী ফুটবল ক্লাব শিলং লাজং এফসিকে হারিয়ে নয়া রেকর্ড তৈরি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বহু অপেক্ষার পর আইলিগ জয়ী হয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সাদা-কালো সমর্থকদের কাছে। এখন সেই নিয়েই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে সকলের মধ্যে। বলতে গেলে ঈদের আগেই এই উপহার মন জয় করেছে সকলের।

তবে এখনো বাকি রয়ে গিয়েছে একটি ম্যাচ। আগামী ১৩ ই এপ্রিল দিল্লি এফসির সঙ্গে আইলিগের শেষ ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন এই ম্যাচ জিতেই সফলভাবে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে ডেভিডদের। দর্শকদের কথা ভেবে বদল করা হয়েছে ম্যাচের ভেন্যু।

নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামের পরিবর্তে নিজেদের শেষ ম্যাচ যুবভারতীতে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। খাতায় কলমে দল আগেই বিজয়ী হয়ে গেলেও নিয়ম রক্ষার ম্যাচের পর ট্রফি উঠবে দলের হাতে। এই সমস্ত কিছু মাথায় রেখেই আগামী ১৬ই এপ্রিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রেড রোডের এই ক্লাব তাঁবুতে। বিশেষ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, উক্ত সেই দিনেই সম্মানিত করা হবে মোহামেডানের আইলিগ জয়ী দলের সকল ফুটবলারদের পাশাপাশি অন্যান্য সদস্যদের।

সেদিন মোহামেডানের তরফ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন গোলরক্ষক অতনু ভট্টাচার্যকে। এছাড়াও বিশেষ সম্মানের সম্মানিত করা হবে ইউসুফ আনসারীকে। বর্তমানে এই অনুষ্ঠানের জন্যই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ক্লাব তাঁবুতে।