Santosh Trophy: সন্তোষ ট্রফির ব্যর্থতা খুঁজতে বিশেষ সেল গঠন আইএফএর

এবারের সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার ফুটবল দলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা দেখা গিয়েছিল বঙ্গের আপামর ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে।

Santosh trophy bengal

এবারের সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার ফুটবল দলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা দেখা গিয়েছিল বঙ্গের আপামর ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। পাশাপাশি ফুটবলারদের নিয়ে আশার আলো দেখেছিলেন বহু ফুটবল বিশেষজ্ঞ। তবে শেষ পর্যন্ত আশাহত হতে হয়েছে সকলকে। গ্রুপ স্টেজেই লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিতে হয়েছে বাংলার ফুটবল দলকে। যা নিয়ে প্রবল সমালোচনা দেখা গিয়েছে ফুটবল মহলে। সেই সমস্যার সূত্রপাত ও সমাধানের কথা মাথায় রেখেই এবার তিন সদস্যের বিশেষ সেল গঠন করল আইএফএ।

এবারের এই টুর্নামেন্টে নির্ধারিত ৫ টি ম্যাচের মধ্যে ১ টি ড্র করার পাশাপাশি ৪টি হার দিয়ে অভিযান শেষ করে বাংলার ফুটবল দল। যা কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবল বিশেষজ্ঞদের একটি বিরাট অংশ। অনেকেই আবার আঙুল তুলেছেন দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের দিকে। উল্লেখ্য, এবছর নিজেদের মেলে ধরার ব্যাপক সুযোগ ছিল বাংলার ফুটবলারদের। বিশেষত সেমিফাইনালে পৌঁছলেই কাতারে সন্তোষ ট্রফির ম্যাচ খেলার সুযোগ পেতেন রবি হাঁসদারা। তাই এমন সুযোগ নষ্ট করায় হতবাক সকলেই।

সেজন্য এই খারাপ ফলাফলের কারন খতিয়ে দেখার পাশাপাশি বাংলার ফুটবল দলের পথ ভবিষ্যতে আরো আলোকময় করে তুলতে বিশেষ সেল গড়া হয় আইএফএর তরফে। যার মধ্যে রয়েছেন ময়দানের প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন ও দেবজিত ঘোষ। সেখানে খারাপ ফলের কারন ও সংশোধনের পাশাপাশি আগামী সন্তোষ ট্রফিতে বাংলা দলের উন্নতি সাধনে বাড়তি জোর দেওয়া হবে।

তবে এখানেই শেষ নয়। বাংলা দলের কল্যানে স্কাউটিংয়ের উপরে ও বাড়তি নজর দেওয়ার কথা শোনা গিয়েছে। কীভাবে নতুন নতুন তারকাদের বেছে নিয়ে দলের উন্নতি ঘটানো যায়, সে সব মাথায় রেখেই বিশেষ বৈঠক করেন আইএফএ সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। জানা গিয়েছে তাদের এই আলোচনার মাধ্যমে বাংলার ফুটবলের বহু ইতিবাচক দিক সামনে এসেছে। যার প্রতিফলন হয়ত দেখা দেবে আগামী দিন গুলিতে।