ইস্টবেঙ্গল অধিনায়ককে খোঁচা সৌভিক চক্রবর্তীর, সঙ্গ দিলেন ক্রেসপো

গত কয়েক মরসুম ধরেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। একটা সময় ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুটের…

Souvik Chakrabarti punches the East Bengal captain Cleiton Silva

গত কয়েক মরসুম ধরেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। একটা সময় ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুটের দাবিদার ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইমামি ম্যানেজমেন্ট। স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের দায়িত্ব গ্রহণ করার পরে নিয়মিত দলে সুযোগ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। দলের জয় ছিনিয়ে আনার ক্ষেত্রে ক্লেটন সিলভার সিলভার উপরেই ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ।

   

এবার তাকেই খোঁচা মারলেন ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। সঙ্গ দিলেন সাউল ক্রেসপো। বলাবাহুল্য, শেষ কিছু মরসুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই দুই ফুটবলারের। তাদের উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের মাঝ মাঠে। সবদিক মাথায় রেখেই নয়া সিজনে চুক্তি বাড়িয়েছে ইমামি ম্যানেজমেন্ট। বর্তমানে কোচের তত্ত্বাবধানে প্রাক-মরসুম জন্য প্রস্তুতি চালাচ্ছে লাল-হলুদ ব্রিগেড।

দলের অনুশীলনের প্রথম দিন থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল এই তিন ফুটবলারকে। এসবের মাঝেই দলের অধিনায়কের সঙ্গে খুনসুটিতে মজলেন দলের মাঝ মাঠের অন্যতম দুই স্তম্ভ সৌভিক চক্রবর্তী ও সাউল ক্রেসপো। উল্লেখ্য, গত ১৫ ই জুলাই ইংল্যান্ডে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ফুটবল দল। স্বাভাবিকভাবেই যা নিয়ে খুশি সাউল ক্রেসপো। পূর্বে জার্মানিতে গিয়ে স্পেনের জার্সিতে একটি ছবিও আপলোড করেছিলেন তিনি।

খেতাব জয়ের পর ফের স্পেনের জার্সিতে ধরা দিলেন এই বিদেশি মিডফিল্ডার। সেইদিন ঠিক কিছু ঘন্টা পরেই কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা জয় করেছে আর্জেন্টিনা। যার ছোঁয়া লেগেছে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। সেলিব্রেশনে মেতেছেন বঙ্গের আর্জেন্টিনা অনুরাগীরা। বাদ যাননি ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। নিজের সোশ্যাল সাইটে আর্জেন্টিনার জার্সিতে একটি ছবি আপলোড করেন তিনি।

সেখানেই তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা যায় সাউল ক্রেসপোকে। সেই ছবি দলের অধিনায়ক ক্লেটন সিলভাকে ট্যাগ করে ভারতীয় মিডফিল্ডার লেখেন ‘ হ্যালো ক্যাপ্টেন, হাউ আর ইউ’। উল্লেখ্য, ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথ নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচের দিকে নজর থাকে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। এবার আর্জেন্টিনার এই অভূতপূর্ব সাফল্যের পর দলের ব্রাজিলিয়ান অধিনায়ককে খোঁচা দিলেন সৌভিক।