Football: তিন প্রধানের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে চলেছে কলকাতার ফুটবল ক্লাব

বিদেশি টুর্নামেন্টে (Football) নামতে চলেছে কলকাতার ফুটবল ক্লাব। ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে শহরেও অন্য এক নামী…

Football Southern Samity

বিদেশি টুর্নামেন্টে (Football) নামতে চলেছে কলকাতার ফুটবল ক্লাব। ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে শহরেও অন্য এক নামী ফুটবল দল। ইতিমধ্যে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

নেপালে শুরু হয়েছে বিরাট গোল্ড কাপ। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্দান সমিতি। কলকাতা ফুটবলে সার্দান সমিতি সুপরিচিত নাম। কলকাতা ফুটবল লিগে তথাকথিত বড় দলের বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়ে থাকে এবার। এবার দেশের প্রতিনিধিত্ব করার পালা। নেপালের বিরাট গোল্ড কাপে মাঠে দল নামাতে চলেছে সার্দান সমিতি।

প্রতিযোগিতায় ক্লাবের ক্রীড়া সূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে সার্দান সমিতি। চার্চ বয়েস ইউনাইটেড, মাচিন্দ্রা ক্লাব, এপিএফ ফুটবল ক্লাব, ত্রিভুবন আর্মি এফসি, নেপাল পুলিশ ক্লাব, এনআরটি ফুটবল ক্লাব, আরটিসি ফুটবল ক্লাব, সিকিম ড্রাগন্স, সাংগ্রিলা মোরাং এফএ-র মতো দলের সঙ্গে গোল্ড কাপ খেলবে সার্দান সমিতি।

টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নেপাল পুলিশ ক্লাবের বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে ভুটানের আরটিসি ফুটবল ক্লাব। আজকেও ম্যাচ রয়েছে। সন্ধ্যায় মুখোমুখি হবে ত্রিভুবন আর্মি এফসি ও এনআরটি ফুটবল ক্লাব।