Election commission:কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনে নালিশ করল তৃণমূল

ফের কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ করেছে ঘাসফুল শিবির। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঘাসফুলের পাঁচ প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে।…

tmc

ফের কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ করেছে ঘাসফুল শিবির। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঘাসফুলের পাঁচ প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। এই প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ দোলা সেন, সাংসদ সাগরিকা ঘোষ, সাংসদ ডেরেক ও ব্রায়ন এবং সাংসদ শকত গোয়েল।

এইদিন তাঁরা লিখিত অভিযোগ জমা দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়। তাঁদের তরফে মন্ত্রী শশী পাঁজা বলেন, ” ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থা দিয়ে আমাদের সময় নষ্ট করা হচ্ছে। আমাদের মন্ত্রী, সাংসদ, কাউন্সিলরদের অযথা ডাকা হচ্ছে।” তিনি আরও বলেন যে এইসব ষড়যন্ত্রের পিছনে কোন রাজনৈতিক দলের পরোক্ষ প্রভাব আছে।

তিনি নাম করে মহুয়া মৈত্রের নাম উল্লেখ করেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথা বলেন। কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাসের কথা বলেন। উল্লেখ করেন সিবিআই,ইডি, এইআইএ, এবং আয়কর দপ্তরের প্রসঙ্গ।

তিনি সবশেষে বলেন আগামী সোমবার কমিশন তাঁদের এই বিষয় নিয়ে বলার বিস্তারিত সময় দেবে।