২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলার Harrison Sawyer – কে ছেড়ে দিলো তার বর্তমান ক্লাব সাউথ মেলবোর্ন এফসি। শোনা যাচ্ছে তাকে আগামী মরসুমে দলে নিতে চলেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)।
আরও পড়ুন: VP Suhair: ইস্টবেঙ্গলে খেলতে কলকাতা শহরে ভি পি সুহের
স্ট্রাইকার পজিশনে খেলা এই ফুটবলার অস্ট্রেলিয়া ফুটবল মহলে পরিচিত মুখ। খেলেছেন অস্ট্রেলিয়ার একাধিক নামীদামী সব ক্লাবে।২০১৮-১৯ মরশুমে তাই পো ক্লাবের হয়ে জিতেছিলেন হংকং লিগ।
আরও পড়ুন: Jordan Murray: এই অস্ট্রেলিয়ার তারকা ফুটবলারকে ছেড়ে দিল Jamshedpur FC
এদিকে জামশেদপুরের সাথে এক অস্ট্রেলিয়ার ফুটবলারের নাম জোড়ার দিন জানা গিয়েছে ক্লাবের আরেক অস্ট্রেলিয়ার ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা।
গত মরশুমে জামশেদপুরের হয়ে আইএসএল খেলা ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জর্ডান মারে’কে ছেড়ে দিলো জামশেদপুর।অস্ট্রেলিয়ার এই ফুটবলার গত মরশুমে ১৪ টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জামশেদপুরের হয়ে,তাতে করেছিলেন ৪ টি গোল।এর আগের মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন তিনি।২০২০-২০২১ মরশুমে কেরালার হয়ে ১৯ ম্যাচ খেলে করেছিলেন ৭ টি গোল।