IND vs SA দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে বদলে গেল অধিনায়ক

South Africa Names New Captain

সিরিজের (IND vs SA) প্রথম ম্যাচে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারায় আয়োজক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা ডিন এলগার ম্যাচ সেরা নির্বাচিত হন। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড নিশ্চিত করেছেন, হ্যামস্ট্রিং স্ট্রেনের কারণে টেম্বা বাভুমা আপাতত ছিটকে গেছেন। পরের ম্যাচটা মিস করবেন তিনি।

Advertisements

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামস্ট্রিং স্ট্রেনের কারণে ভারতের বিপক্ষে নতুন বছরের টেস্ট থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। বক্সিং ডে ম্যাচের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। সেঞ্চুরিয়নে ম্যাচ জয়ী ১৮৫ রান করা ডিন এলগারকে শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেওয়া হয়েছে। এদিকে বাভুমার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজা।

Advertisements

সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচের ২০তম ওভারে ইনজুরিতে পড়েন বাভুমা। তিনি লং-অফের দিকে বল তাড়া করেছিলেন এবং বাউন্ডারির আগে বল থামাতে গিয়ে আহত হন। তিনি তৎক্ষণাৎ মাঠ ছেড়ে চলে যান এবং স্ক্যানের জন্য পাঠানো হয় মেডিক্যাল সেন্টারে। তবে চোটের পরিমাণ জানা যায়নি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে, ম্যাচে তার পরবর্তী খেলা নির্ভর করবে মাঠে তাকে কেমন দেখায় তার ওপর।

প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘টেম্বার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ব্যাট করতে প্রস্তুত ছিল এবং আমরা বিষয়টা পর্যবেক্ষণ করেছিলাম। আমদের মনে হয়েছিল যদি তাকে ব্যাটিংয়ের জন্য মাঠে পাঠানো হয়, তাহলে ইনজুরি আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমাগত নিজেদের সর্বোচ্চ সময় দিচ্ছিলাম যাতে আমরা সঠিক তথ্য দিতে পারি। আমরা যদি তাড়াতাড়ি উইকেট হারাতাম, তাহলে হয়তো সে ব্যাটিং করত। ১৫০ রান এগিয়ে থাকায় আমার মনে হয়েছিল টেম্বাকে ঝুঁকি নেওয়ার দরকার নেই।’