আইএসএলের এই দলগুলোতে খোঁজখবর নিতে শুরু করেছে East Bengal

ইন্ডিয়ান সুপার লিগ খেলার লক্ষ্য রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ভালো ফল করার জন্য উপযুক্ত দল গঠন প্রয়োজন। স্থানীয় ফুটবলারদের নিয়ে দল গোছানোর কাজ আগেই শুরু…

ইন্ডিয়ান সুপার লিগ খেলার লক্ষ্য রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ভালো ফল করার জন্য উপযুক্ত দল গঠন প্রয়োজন। স্থানীয় ফুটবলারদের নিয়ে দল গোছানোর কাজ আগেই শুরু করে দিয়েছিলেন লাল হলুদ কর্তারা। এবার আইএসএল দলগুলোতে খোঁজখবর নিতে শুরু করেছে ক্লাব।

জানা গিয়েছে যে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব সম্পর্কে খবর রাখতে শুরু করেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। কেরল ব্লাস্টার্স, চেন্নাইয়ান ফুটবল ক্লাব, মুম্বই সিটি এফসি’র মতো ক্লাবে আগ্রহ রয়েছে কলকাতার কর্তাদের। এছাড়াও শোনা যাচ্ছে রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাবের নাম।

আইএসএল অভিযান শেষ হওয়ার কিছু দিন পর থেকে ইস্টবেঙ্গলের দল গোছানোর সম্পর্কিত কানাঘুষো শোনা যাচ্ছিল ফুটবল মহলে। বাংলায় খেলা একাধিক স্থানীয় প্রতিভার সম্মতি আদায় করা হয়েছে ইতিমধ্যে। প্রাথমিক লক্ষ্য কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট। 

সুপার লিগের কথা মাথায় রেখে দল যে আরও মজবুত করা প্রয়োজন তা বলাই বাহুল্য। অন্য দিকে শোনা যাচ্ছে নজরকাড়া বহু ফুটবলারের সঙ্গে ক্লাবগুলোর দীর্ঘ মেয়াদী চুক্তি রয়েছে। অর্থাৎ লাল হলুদ কর্তারা সহজেই যে পছন্দ মতো ফুটবলারদের দলে নিতে পারবেন এমন নিশ্চয়তা আপাতত নেই।