চিকুনগুনিয়া আক্রান্ত সৌরভ পত্নী ভর্তি হাসপাতালে

Sourav Ganguly Dona Ganguly

রাজ্যজুড়ে পুজোর আবহে বেড়ে চলেছে ডেঙ্গুর দাপট৷ এরই মধ্যে বাড়ছে চিকুনগুনিয়ার প্রভাব। চিকুনগুনিয়া আক্রান্ত সৌরভ (Sourav Ganguly) পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। এই মুহুর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন তিনি। চিকিৎসকদের কড়া নজরদারি জারি রয়েছে।

Advertisements

উল্লেখ্য, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডোনা (Dona Ganguly)৷ তার শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছিল৷ মনে করা হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিনি। মঙ্গলবার রক্ত পরীক্ষার পর চিকুনগুনিয়া ধরা পড়ে। কড়া নজরদারি রয়েছে চিকিৎসকদের৷

ডোনাকে (Dona Ganguly) হাসপাতালে ভর্তির পরেই সমস্ত কর্মসূচি বাতিল করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা৷ আপাতত উডল্যান্ডস হাসপাতালেই চলছে চিকিৎসা৷

Advertisements

এমনিতেই পুজোর আগে থেকেই শহরজুড়ে ডেঙ্গুর দাপট ক্রমাগত বেড়ে চলেছিল। এমনকি পুজোর মরশুমে শহরজুড়ে তার বাড়বাড়ন্ত চলছিল। এবার গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) পরিবারের আক্রান্ত হওয়ার খবরে দশমীতে বিষাদের ছায়া।