HomeWest BengalKolkata Cityরেড রোডে কার্নিভালের আগেই শহর ছাড়লেন 'মহারাজ', কারণ ঘিরে বাড়ছে জল্পনা

রেড রোডে কার্নিভালের আগেই শহর ছাড়লেন ‘মহারাজ’, কারণ ঘিরে বাড়ছে জল্পনা

- Advertisement -

মঙ্গলবার সকলের নজর রয়েছে ধর্মতলা চত্বরে দিকে। একদিকে রেড রোডে রয়েছে দুর্গা পুজোর কার্নিভাল (Red Road Puja Carnival)। অন্যদিকে রানী রাসমণি রোডে রয়েছে ডাক্তারদের দ্ৰোহের কার্নিভাল। সকাল থেকেই একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ধর্মতলা এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এর মধ্যেই শহর ছাড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্বভাবতই তাঁকে ঘিরে বাড়ছে জল্পনা, কোথায় তিনি।

‘দ্রোহের কার্নিভাল’-এ অনুমতি দিল হাই কোর্ট, মুখ পুড়ল রাজ্য সরকারের

   

এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান দিয়েই শুভ সূচনা করা হবে দুর্গাপুজো কার্নিভালের (Puja Carnival)। নৃত্য পরিবেশন করবেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে রেড রোডে উৎসবের কার্নিভালে যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ ঘিরে বাড়ছিল জল্পনা। জানা গিয়েছে, আজ সকালেই মুম্বাই চলে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামীকাল কলকাতায় ফিরবেন সৌরভ, তাই থাকতে পারবেন না আজকের অনুষ্ঠানে। তবে হটাৎই কেন মুম্বাইতে গেলেন তিনি সে বিষয়ে কোন স্পষ্ট উত্তর খুঁজে পাওয়া যায় নি।

Rohit Sharma : বর্ডার-গাভাসকার ট্রফিতে শামির উপস্থিতি নিয়ে অকপট রোহিত

রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন কয়েক হাজার অতিথিসহ মন্ত্রীমহলের সকলেই। রাজ্য তথা দেশের বিশিষ্ট অতিথি ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও। সেখানে বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত ১০৫টি পুজো কমিটির মধ্যে ৯০টি পুজো কমিটি এবার কার্নিভালে(Puja Carnival) অংশ নিচ্ছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular