Sourav Ganguly : ক্রিকেট মাঠ ছেড়ে ‘রাজদূত ‘ এর কাজ করতে পারেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক টুইটে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। ক্রিকেটকে বিদায় জানানো পথে মহারাজ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি।…

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক টুইটে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। ক্রিকেটকে বিদায় জানানো পথে মহারাজ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি। সৌরভ জানিয়েছেন যে তিনি তাঁর জীবনে নতুন এক অধ্যায় শুরু করার দিকে এগোচ্ছেন। প্রশ্ন উঠেছে, সৌরভ কি তবে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন?

সৌরভ ঘনিষ্ঠরা জানাচ্ছেন, একটি বিজ্ঞাপনের দূত হিসাবে কাজ করছেন তিনি। ঘন্টাখানেক আগে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, “১৯৯২ থেকে ২০২২ সাল, টানা ৩০ বছর ক্রিকেটের সঙ্গে আমি যুক্ত। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় বিষয়, আপনাদের সমর্থন আমি পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সেই সকলকে মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই।”

তিনি লিখেছেন, সাফল্য কোনও গন্তব্য নয়, একটা যাত্রা। তার পরে রয়েছে, একটি রিয়েল এস্টেট সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম। সেখানেই সৌরভ লিখেছেন, বিষদে জানতে নজর রাখুন। সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়েছেন, ‘লিভ টু উইন’ এবং ‘ব্র্যান্ড কোলাবোরেশেন’। সঙ্গে রয়েছে, এক ঝাঁক উচ্ছ্বল তরুণ-তরুণীর সঙ্গে সৌরভের ছবি। 

সৌরভের টুইটার পর অনেকে ধরেই নিয়েছিলেন তিনি রাজ্যসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছেন। কেউ কেউ এটাও ভেবেছিলেন সে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন। জল্পনা যখন চরমে তখন নিজের মত প্রকাশ করেছে জয় শাহ। বলেছেন, সৌরভ ইস্তফা দিচ্ছেন না।