East Bengal : লাল হলুদের কার্যকলাপে অখুশি সৌরভ

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে সম্প্রতি যা কিছু ঘটেছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) খুব একটা খুশি নন বলে মনে করা হচ্ছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester…

East Bengal : লাল হলুদের কার্যকলাপে অখুশি সৌরভ

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে সম্প্রতি যা কিছু ঘটেছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) খুব একটা খুশি নন বলে মনে করা হচ্ছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) কর্তারাও আর চুক্তির ব্যাপারে কোনোভাবে আগ্রহী নন বলে আশঙ্কা । সব মিলিয়ে কলকাতার ক্লাবের সঙ্গে ইংল্যান্ডের ক্লাবের চুক্তির সম্ভাবনার আপাতত প্রায় নেই বললেই চলে।

সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রসঙ্গকে যেভাবে দেখেছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় খুব একটা খুশি নন। ইউনাইটেড এবং লাল হলুদের মধ্যে আপাতত চুক্তির কোনো সম্ভাবনা আর হয়তো নেই। শতাব্দী প্রাচীন ক্লাবের মনোভাব বা কার্যকলাপের পর ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাবটি পিছিয়ে গিয়েছে বলে অনুমান।

এক সাংবাদিক সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিষয়টি নিশ্চিত না হলেও তিনি হাল ছাড়েননি তখনও। অন্য দিকে ইস্টবেঙ্গল কর্তার মন্তব্যে ছিল বিপরীত সুর। দুই তরফের মন্তব্য এক সূত্রে গাঁথা ছিল না বলে তখন অনেকে মনে করেছিলেন।

Advertisements

এরপর এক ক্রীড়া সংবাদ মাধ্যমে ইউনাইটেডের মতামত তুলে ধরা হয়েছিল। রেড ডেভিলদের তরফে জানানো হয়েছিল যে তারা ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের মালিকানা নিতে আগ্রহী নয়। এতো কিছুর পরেও ময়দানে কানাঘুষো ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় এখনও বন্ধ হয়নি।

ইমামি গ্রুপের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করিয়ে দেওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে। ক্লাব এবং কোম্পানির মধ্যে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহে চূড়ান্ত হলেও হতে পারে। আবার নাও হতে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা ইতিবাচক মনোভাব বজায় রাখছে। তবে কোনো কারণে চুক্তি সম্পন্ন না হলে সম্পর্ক অচিরেই ভেঙে যেতে পারে। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, সৌরভ এবং ম্যানচেস্টার দুই দিকেই ইস্টবেঙ্গলকে নিয়ে খুব একটা খুশির আমেজ নেই।