বিহারে বাজ পড়ে ২১ জন কৃষকের মৃত্যু

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জনজীবন৷ এর মধ্যে বিহারে বাজ পড়ে মৃত্যু ২১ জনের৷ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। মৃতদের অধিকাংশ কৃষক…

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জনজীবন৷ এর মধ্যে বিহারে বাজ পড়ে মৃত্যু ২১ জনের৷ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। মৃতদের অধিকাংশ কৃষক বলে জানা গেছে।

জানা গিয়েছে, খোলা মাঠে বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশিরভাগ জনের৷ প্রানপণ ছুটে অল্পের জন্য রক্ষা বহুজনের৷ আহত হয়েছেন অনেকেই। ২১ জনের মধ্যে ভাগলপুর থেকে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বৈশালীতে ৪ জন ও খাগড়িয়াতে ৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে দেওয়া ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে খারাপ আবহাওয়াতে বিহারের সকল মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি৷

গত মাসেই বিহারে বাজ পড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। সেবারেও ভাগলপুরে মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিকম সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাজ পড়ে মৃত্যুর ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।