Sourav Ganguly: ক্রিকেট রাজনীতিতে ‘খেলা হবে’ ICC যাচ্ছেন সৌরভ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করেছেন সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC) সভাপতি করার চেষ্টা চালাতে। আন্তর্জাতিক…

Sourav Ganguly

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করেছেন সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC) সভাপতি করার চেষ্টা চালাতে। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে ক্ষমতাধর ধনকুবের সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সভাপতি পদ থেকে সৌরভকে সরানোর পর ক্রিকেট রাজনীতিতে (Cricket Politics) নতুন খেলা শুরু। মায়ানগরী মুম্বইতে হচ্ছে ‘খেলা’।

বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পর ফের সিএবির নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বঙ্গ ক্রিকেটের সভাপতি পদে ফের সৌরভ বসছেন তা নিশ্চিত। তবে এরই মধ্যে তাঁকে নিয়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। সৌরভের সম্পর্কে চালু কথা তিনি যখন যে ক্ষমতাশালী তখন তার ঘনিষ্ঠ!

বিতর্কের মাঝে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি কি আইসিসিতে যাচ্ছেন? জল্পনা তুঙ্গে।

মনে করা হচ্ছে, বিসিসিআইয়ের তরফে প্রাথমিকভাবে আইসিসির চেয়রাম্যান পদের জন্য অনুরাগ ঠাকুরের নাম নিয়ে আলোচনা চলছিল। সূত্রের খবর, আইসিসির নির্বাচন হচ্ছে নভেম্বরে। অন্যদিকে, নভেম্বরেই রয়েছে হিমাচল প্রদেশের নির্বাচন। সেখানকার নির্বাচনে ব্যস্ত থাকবেন অনুরাগ। তাই তাঁর নাম সম্ভবত বাদ পড়তে পারে।

সৌরভকে আইসিসির নির্বাচনে বিসিসিআইয়ের তরফে প্রতিনিধি করার জন্য সোমবার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সৌরভকে কেন BCCI থেকে বাদ দেওয়া হলো, কোন উদ্দেশ্য আমরা এটাই জানতে চাই। আমি এখনও মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটার একমাত্র কমপেনসেট হতপারে। জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছেন, শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও একজন। এরপরেই বিসিসিআইয়ের বৈঠকে সৌরভের উপস্থিতি ঘিরে জল্পনা বেড়েছে।

যদিও সিএবির নির্বাচন নিয়ে আগেই মনস্থির করে ফেলেছেন মহারাজ। সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।