ক্রিকেট প্রশাসন বিদায়, অন্য কিছু করতে চাই: সৌরভ

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly)। ইস্তফা দেওয়ার মুখ খুললেন মহারাজ। কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন,আমি আমার এই জার্নিতে আনন্দ…

Sourav Ganguly

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly)। ইস্তফা দেওয়ার মুখ খুললেন মহারাজ। কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন,আমি আমার এই জার্নিতে আনন্দ উপভোগ করেছি। সময় হলেই প্রত্যেক প্রশাসকের মেয়াদ শেষ হয়।

সৌরভকে পদ থেকে সরানোর রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপির হয়ে ভোটে না নামার কারণেই এমন হয়েছে বলে বিতর্ক। আগামী ১৮ অক্টোবর মুম্বইয়ে রয়েছে বিসিসিআইয়ের নির্বাচন। সেখানেআজ অথবা কাল মনোনয়ন জমা দেবেন রজার বিনি। সূত্রের খবর, বিসিসিআইয়ের সচিব পদে থাকছেন জয় শাহ।

ক্রিকেট থেকে অবসর, ক্রিকেট প্রশাসন থেকে সরে যাওয়া এর পর কি রাজনীতি ? সৌরভ গাঙ্গুলীকে নিয়ে জল্পনা তীব্র। তিনি বলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ছিলাম। আমি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি অন্য কিছু করতে চাই।

 

সৌরভ আরও বলেন, আপনি কখনই সারা জীবন ধরে ক্রিকেট খেলতে পারবেন না। আপনি প্রশাসক পদেও সারা জীবন থাকতে পারবেন না। আমি আমার এই জার্নিতে আনন্দ উপভোগ করেছি। সময় হলেই প্রত্যেক প্রশাসকের মেয়াদ শেষ হয়। আমি একজন ক্রিকেটার হতে পছন্দ করতাম এবং প্রশাসক হিসেবে উপভোগ করতাম।

২০১৯ সালে বোর্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সৌরভের ২০২৫ অবধি বোর্ড সভাপতি পদে থাকায় কোনও বাধা নেই। তবুও সৌরভের বদলে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসতে চলেছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি।