Kishore Kumar:’অমর শিল্পী’ আজও অমর বাঙালির বুকে বুকে

 “তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরন যাত্রা যেদিন যাবে” বিখ্যাত এই গানটি শুনলেই মন ভারাক্রান্ত হয়ে যায়, আর তেমনই মন ভারাক্রান্ত হয়ে যাবার দিন। জনপ্রিয়…

 “তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরন যাত্রা যেদিন যাবে” বিখ্যাত এই গানটি শুনলেই মন ভারাক্রান্ত হয়ে যায়, আর তেমনই মন ভারাক্রান্ত হয়ে যাবার দিন। জনপ্রিয় বাংলা গানটির গায়ক কিশোর কুমারের (kishore kumar) আজ মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালে আজকের দিনে কিংবদন্তী শিল্পী মারা যান।

বাঙালি বরাবরই পুরনো ‘নস্টালজিয়া’কে নিয়ে বাঁচতে ভালোবাসে, তা সে সুখেরই হোক কিংবা দুঃখের। বাঙালির কাছে আবেগের অপর নাম কিশোর কুমার। কেবল কিশোরকুমারী নয় সঙ্গে রয়েছে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র গানের জগতের আরো অনেকে।

কিশোর কুমার যে শুধু তার শহর কিংবা রাজ্যের নাম উজ্জ্বল করেছে তাই নয় তিনি সমগ্র দেশের নাম উজ্জ্বল করেছেন পৃথিবীবাসীর কাছে। কিশোর কুমার একাধারে যেমন গায়ক ছিল তেমনই অভিনয়তেও ছিলেন পটু এমনকি তিনি সঙ্গীত পরিচালক, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, চিত্রনাট্যকার ও সুরকার।

‘অমর শিল্পী’ শুধু টলি ও বলি শুধু বাংলা-হিন্দি ভাষাতেই নয় মারাঠি, অসমীয়া, গুজরাটি, কান্নর, ভোজপুরি, মালায়ালাম, উড়িয়া ও উর্দু সহ আরও অনেক ভারতীয় ভাষায় গান গেয়েছেন। ‘ওগো নিরুপমা’, ‘একদিন পাখি উড়ে’, ‘ও মেরে দিল কে চেয়েন’, ‘আশা ছিল ভালোবাসা ছিল’ ইত্যাদি গান আজও বহুল জনপ্রিয় দর্শকদের মাঝে।