SC East Bengal: ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছেন আরও এক ফুটবলার

এক দিকে ক্লাবের কর্তারা দল গড়ছেন। অন্য দিকে ভাঙন অব্যাহত। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ছেড়ে আরও এক ফুটবলার চলে যাচ্ছেন বলে খবর।  এক বহুল…

SC East Bengal: ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছেন আরও এক ফুটবলার

এক দিকে ক্লাবের কর্তারা দল গড়ছেন। অন্য দিকে ভাঙন অব্যাহত। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ছেড়ে আরও এক ফুটবলার চলে যাচ্ছেন বলে খবর। 

এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসসি ইস্টবেঙ্গলের সৌরভ দাস দল বদল করতে পারেন। লাল হলুদ জার্সি ছেড়ে তিনি গায়ে তুলে নিতে পারেন চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজির নীল রঙা জার্সি। আগামী দুই বছরের জন্য সৌরভ চেন্নাইয়ান এফসিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

East Bengal

Advertisements

কিছু দিন আগেই জানা গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল থেকে এক ফুটবলারকে দলে নিচ্ছে এটিকে মোহন বাগান। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক ফুটবলার হামতেকে আগামী মরশুমে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সিতে। মহম্মদ রফিকও আগামী মরশুমে শতাব্দী প্রাচীন ক্লাবে থাকবেন কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন।