East Bengal Club : বাগানে কেরালার গোলমেশিন! আলভিটোদের ভূমিকায় অখুশি ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ

টিকে জেসিনকে সই করানোর চেষ্টায় রয়েছে এটিকে মোহন বাগান। কেরালার এই ফুটবলার সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার। তাঁকে দলে নেওয়ার দৌড়ে প্রবলভাবে বাগান। ইস্টবেঙ্গলের (East Bengal Club) নাম এখনও শোনা যায়নি। এর ফলে ক্ষুব্ধ ক্লাব সমর্থকদের একাংশ। প্রশ্ন তুলেছেন আলভিটো ডি কুনহারদের ভূমিকা নিয়ে।

এক মালায়লাম সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরালা সন্তোষ ট্রফি দলের ফুটবলার টিকে জেসিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচে তিনি হ্যাটট্রিক সহ মোট পাঁচটি গোল করেছিলন। কেরালাকে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে সেরা দল করার অন্যতম কারিগর তিনি।

   

সন্তোষ ট্রফি থেকে ফুটবলার রিক্রুট করার জন্য আলভিটো, ষষ্ঠী দুলেদের কাঁধে দায়িত্ব দিয়েছিল ক্লাব। আইএম বিজিয়নও সাহায্য করবেন বলে জানা গিয়েছিল। ইস্টবেঙ্গল প্রতিনিধিদের ফুটবল চয়ন সম্পর্কে প্রাথমিকভাবে কিছু কথা কানে এলেও এখনও পর্যন্ত কোনোটাই জমাট বাঁধেনি।

ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই আলভিটোদের ওপর আস্থা রাখছেন না। তাদের আশঙ্কা, ভালো ফুটবলারদের হয়তো পাচ্ছে না প্রিয় ক্লাব। আবার অন্য মতও রয়েছে। অতীতের কথা স্মরণ করিয়ে কেউ কেউ বলেছেন যে আলভিটোরা আগেও নিজেদের প্রমাণ করেছেন একাধিকবার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন