গতকাল শেষ হয়ে গিয়েছে ডুরান্ড কাপ। এবার কিংস কাপের দিকে নজর আপামর দেশবাসীর। সেইমত আজই নিজেদের ক্লাব থেকে জাতীয় শিবিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই প্রধান সহ গোটা দেশের সমস্ত ফুটবল ক্লাব থেকে সুযোগ পাওয়া ফুটবলাররা। এক্ষেত্রে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে আশিষ রাই সহ সাতজন ফুটবলার মোহনবাগান থেকে দলে যোগ দেওয়ার কথা থাকলেও দেখা যায়নি বাগান অধিনায়ক শুভাশিস বসুকে। অন্যদিকে লাল-হলুদ ব্রিগেডের তরফ থেকে নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা যোগদান করেন জাতীয় শিবিরে। কিন্তু কেন গেলেন না এই বঙ্গ তারকা?
যতদূর জানা গিয়েছে, তার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল ম্যাচের শুরুতে। তবে দলের ফাইনাল খেলার কথা মাথায় রেখে অসুস্থতা তুচ্ছ করেই গোটা ম্যাচ দাপিয়ে খেলেন বাগান অধিনায়ক। পরবর্তীতে টিমের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনের সময় ও বেশিক্ষণ থাকেননি তিনি। চলে গিয়েছিলেন ড্রেসিংরুমে। স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তাহলে কি আর কিংস কাপ খেলতে যাবেন না এই তারকা?
বিশেষ সূত্র মারফত খবর, কিছুটা বিশ্রাম নিয়ে আগামী দুইদিনের মধ্যেই জাতীয় শিবিরে যোগদান করবেন মোহনবাগান অধিনায়ক। তারপরেই কিংস কাপের লড়াইয়ে নামবে ভারতীয় দল।