Shubhman Gill: বিরাট রেকর্ড ভাঙলেন শুভমন, ফার্গুসনকে তিন ছক্কায় করলেন ডাবল সেঞ্চুরি

হায়দরাবাদে দেড়শো করে ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। বিরাট ২৪টি ইনিংসে করেন ১০০০ রান। শুভমন (Shubhman Gill) এক দিনের ক্রিকেটে ১০০০ রান করলেন ১৯টি ইনিংসে

Shubhman Gill

হায়দরাবাদে দেড়শো করে ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। বিরাট ২৪টি ইনিংসে করেন ১০০০ রান। শুভমন (Shubhman Gill) এক দিনের ক্রিকেটে ১০০০ রান করলেন ১৯টি ইনিংসে। ভারতের তরুণ ওপেনার হায়দরাবাদে দেড়শো রান করে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন।

১২২ বলে দেড়শো রান করেন শুভমন গিল। ব্রেসওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে ১৫০ রানের গণ্ডি টপকান শুভমন গিল। ৪৯তম ওভারে লকি ফার্গুসনের প্রথম তিনটি বলে টানা ৩টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন শুভমন গিল। ১৯টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৪৫ বলে দু’শো রানের গণ্ডি টপকান গিল।

   

১৪৯ বলে ২০৯ রানে আউট হন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শুভমন গিল ১১৬ রান করেছিলেন। রোহিত শর্মা ৩৪ রান এবং বিরাট কোহলি ৮ রানেআউট হওয়ার পর ভারতীয় দলকে ভরসা দিলেন শুভমন। পর পর দু ম্যাচে শতরান শুভমনের। নিউজিল্যান্ড দলে লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনারদের সব পরীক্ষাতেই পাশ শুভমন। তরুণ ওপেনার ছাড়া ভারতের আর কোনও ব্যাটারই। নিজের শেষ ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিশন চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করেন। সূর্যকুমার যাদব ৩১ রান করে আউট হন। ডারিল মিচেলের বলে বোল্ড হার্দিক পান্ডিয়া তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে হার্দিক পাণ্ডিয়া।

শার্দুল ঠাকুর ৩ বলে ৩ রান করেন। ১৪ বলে ১২ রান করে শিপলির বলে এলবিডব্লিউ হন ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদব ৫ রানে ও মহম্মদ সামি ২ রানে অপরাজিত থাকেন। ভারতের স্কোর ৮ উইকেটে ৩৪৯ রান।