HomeSports NewsRanji Trophy 2024 : চোটের কবলে ভারতের দুই ক্রিকেটার

Ranji Trophy 2024 : চোটের কবলে ভারতের দুই ক্রিকেটার

- Advertisement -

রঞ্জি ট্রফি ২০২৪ (Ranji Trophy 2024)-এর নকআউট ম্যাচ শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে মুম্বই (Mumbai) দল। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পিঠের ব্যথার কারণে বরোদার বিরুদ্ধে (Mumbai vs Baroda) আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২৩ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হতে চলা নকআউট ম্যাচে সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারবেন না শিবম দুবে (Shivam Dube)।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রঞ্জি ট্রফিতে অনুশীলন রাউন্ড খেলা আইয়ার দ্বিতীয় টেস্টের পরে পিঠের ব্যথার কারণে শেষ তিনটি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। প্রতিভাবান ব্যাটসম্যান এর আগে পিঠের চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে বাদ পড়েছিলেন। চোট কাটিয়ে ফিরে এসেছিলেন এশিয়া কাপে। 

   

এরপরে আইয়ার ওয়ানডে বিশ্বকাপে তাঁর দক্ষতা দেখিয়েছিলেন। ৬৬.২৫ এর গড়ে ৫৩০ রান করেছিলেন। আইপিএল সামনে আসার সাথে সাথে, আইয়ার এখন এই চোট থেকে দ্রুত রিকভার করার চেষ্টা করবেন। আসন্ন মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছে তাঁর কাঁধে। একই সঙ্গে চলতি রঞ্জি মরশুমে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করা দুবেকেও পাবে না মুম্বই।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে। 

সরফরাজ খানের ভাই মুশির খানও কোয়ার্টার ফাইনালের জন্য মুম্বাইয়ের ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন মুশির। 

কোয়ার্টার ফাইনালের জন্য মুম্বইয়ের স্কোয়াড

মুম্বই স্কোয়াড: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, আমোঘ ভটকল, মুশির খান, সূর্যাংশ শেজ, প্রসাদ পাওয়ার (উইকেটরক্ষক), হার্দিক তামোরে (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধুমাল, তুষার দেশপান্ডে, মোহিত অবস্থি, ধাওয়াল কুলকার্নি, রয়স্টন ডা

য়াস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular