WWE-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ফের পাওয়া যেতে পারে চমকপ্রদ খবর। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, WWE তাদের অন্যতম ইভেন্টে পর্তুগিজ মহাতারকা নিয়ে আসা জন্য কাজ…

Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ফের পাওয়া যেতে পারে চমকপ্রদ খবর। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, WWE তাদের অন্যতম ইভেন্টে পর্তুগিজ মহাতারকা নিয়ে আসা জন্য কাজ চালাচ্ছে। যদিও বিষয়টা এখনও নিশ্চিত নয়। তবু ক্রীড়া প্রেমীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে একজন ফুটবলারের ভূমিকা পালনের পাশাপাশি সে দেশের একজন উপস্থাপক হয়ে উঠেছেন ক্রমাগত। মরু দেশেও ফুটবল খেলা যায়, সেটা রোনাল্ডোর মাধ্যমে প্রচার করা সৌদি সরকারের অন্যতম উদ্দেশ্য। প্রশাসন যে ইতিমধ্যে তাদের লক্ষ্যে অনেকটা সফল হয়েছে সেটা বলাই বাহুল্য। রোনাল্ডোর দেখানো পথ ধরে আন্তর্জাতিক ফুটবলের বহু খেলোয়াড় এসেছেন সৌদি আরবে।

   

WWE বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মঞ্চ। রেসলার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের নামী ব্যক্তিত্বরা ইতিপূর্বে এসেছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের ইভেন্টে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েন রুনিও এসেছিলেন WWE ইভেন্টে, ২০১৫ সালে। এছাড়াও একাধিক ফুটবলারকে দেখা গিয়েছে জনপ্রিয় এই মঞ্চে।

সৌদি আরবের সঙ্গে মোটা অংকের চুক্তি রয়েছে WWE ম্যানেজমেন্টের। Crown Jewel ইভেন্টকে আরও জমকালোভাবে আয়োজন করতে চাইছে ম্যানেজমেন্ট। WWE Crown Jewel পঞ্চম সংস্করণে পদার্পণ করতে চলেছে। সে ব্যাপারে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সব ঠিক থাকলে আল নাসেরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দেখা যেতে পারে রিং সাইডে।