ইংল্যান্ড, বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক শোয়েব আখতার

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী দল ছিল তাঁরা একসময়। এখন সে গৌরবের শ্রীবিদ্ধি তো দূর, পরস্পর হারের ফলে আগামী বছর টেস্ট খেলা নিয়ে সংশয় তৈরি…

Shoaib Akhtar Blasts Pakistan Cricket Team

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী দল ছিল তাঁরা একসময়। এখন সে গৌরবের শ্রীবিদ্ধি তো দূর, পরস্পর হারের ফলে আগামী বছর টেস্ট খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এছাড়াও ঘরের মাঠে টানা ১১ টেস্টে জয় নেই। সর্বশেষ পাকিস্তান হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। সেটাও প্রথম ইনিংসে ৫৫৬ রান করে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান তুলেও এক ইনিংস ব্যবধানে হেরেছে। তাই পাকিস্তান ক্রিকেটের এরূপ ভগ্নদশা দেখে একপ্রকার গর্জে উঠলেন সাবেক পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। গতকাল পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন , ” বর্তমান পাকিস্তানের জন্য শুধু দোয়াই করা যেতে পারে ।”

গতকাল পাকিস্তানের চ্যানেল পিটিভি স্পোর্টসে শোয়েব (Shoaib Akhtar) বলেছেন, ” বিগত দশকজুড়েই আমি শুধু এই দলটির অধঃপতন দেখছি। যা নিতান্তই হতাশ করে তুলেছে আমাকে। হারতেই পারে, কিন্তু খেলাটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। তবে গত দুই দিনে যা দেখেছি, তারা পুরোপুরিই আশা ছেড়ে দিয়েছে। এটাই দেখিয়ে দেয় আমাদের যথেষ্ট সামর্থ্য নেই। ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০–এর বেশি করে, বাংলাদেশও হারায়।’

   

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান র‍ ্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। এ মরশুমে ৮ টি টেস্ট ম্যাচ খেলে তাঁদের জয় মাত্র ২টিতে। এছাড়াও পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদ। টানা ৬ টেস্টে তাঁর অধীনে হারার পর প্রশ্ন উঠেছে তাঁকে নিয়ে। ব্যাটসম্যান হিসেবেও তাঁর রেকর্ড আহামরি কিছু নয়। ৩৬ টেস্টের ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি। ব্যাটিং গড় ৩০-এর একটু বেশি। তাই সব মিলিয়েই বর্তমান দলকে নিয়ে বিশেষ ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এদিন পাকিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে শোয়েবের (Shoaib Akhtar) গলায় ঝরে পরে হতাশা। এদিন তিনি আরও বলেন, ” সমর্থকেরা বলছে টেস্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত। আমাদের খেলা উচিত নয়। পাকিস্তানকে নতুন করে দল গঠনের জন্য দুই বছর সময় দেওয়া হোক। এমন অনেক মন্তব্য আমার কাছে এসেছে। অনেক দল ভাবছে, এমনকি আইসিসি ভাবছে, পাকিস্তানে কি দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত কি না। এই হার আসলে হৃদয় ভেঙে দিয়েছে। এটা পাকিস্তান ক্রিকেট, সমর্থক ও আসন্ন প্রতিভার জন্য অনেক কষ্টের। পিসিবিকে অনুরোধ করছি বিশৃঙ্খলা ঠিক করতে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কিছুমাস আগেই পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তারকা ক্রিকেটার বাবাওর আজম। খারাপ পারফরম্যান্সের জন্যই একপ্রকার জোর করে সরানো হয় বাবরকে। তাই অধিনায়কত্বের আচমকা পরিবর্তন নিয়েও বেশ ক্ষুব্ধ শোয়েব (Shoaib Akhtar)। এদিন তিনি আরও বলেন, ” আপনার ম্যানেজমেন্ট ও অধিনায়ক দুর্বল হলে দলে অন্তর্দ্বন্দ্ব তৈরি হবেই। অধিনায়ক স্বার্থপর হলে, গ্রুপিং হবে। এমনটাই হবে, যদি কোচরা অধিনায়ককে ভয় পায়। আসলে আমাদের জন্য এই হার মেনে নেওয়াটা কঠিন। পাকিস্তান দ্বিতীয় টেস্টে ও তৃতীয় টেস্টে জিতবে, এমন কোনো আশা আমার নেই।”