Shakib Al Hasan: ঝাপসা চোখে বিশ্বকাপ ২০২৩ খেলেছিলেন সাকিব!

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। টুর্নামেন্টে ব্যাট হাতে খুব খারাপ ফর্মে ছিলেন সাকিব। এবার বাংলাদেশের এই অলরাউন্ডার…

Shakib Al Hasan

short-samachar

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। টুর্নামেন্টে ব্যাট হাতে খুব খারাপ ফর্মে ছিলেন সাকিব। এবার বাংলাদেশের এই অলরাউন্ডার জানালেন, চোখের সমস্যা নিয়েই পুরো বিশ্বকাপ খেলেছেন তিনি। টুর্নামেন্টে সাকিবের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল তার। বিশ্বকাপের মাঝখানে শৈশবের মেন্টর নাজমুল আবেদীনের কাছেও গিয়েছিলেন সাকিব, যেখানে দীর্ঘ ব্যাটিং সেশন ছিল তার। কিন্তু এরপরও ব্যাট হাতে বিশেষ কোনো কাজ করতে পারেননি সাকিব। এবার এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানান, পুরো বিশ্বকাপটাই তিনি ঝাপসা চোখে খেলেছেন।

   

আরও পড়ুন: IND vs SA: উইকেটে থাকছে ঘাস, সেঞ্চুরিয়নের উইকেট হতে পারে পেস বোলারদের জন্য আদর্শ 

তিনি বলেন, ‘বিশ্বকাপের এক-দুটি ম্যাচে নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই চোখের সমস্যা ছিল। আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন আমার চোখের রেটিনা বা কর্নিয়ায় জল ছিল। তিনি আমাকে বলেছিলেন যে প্রেসার কমাতে হবে। আমি নিশ্চিত ছিলাম না যে এটি আমার চোখের সমস্যা কিনা। কিন্তু বিশ্বকাপের পর আমি লন্ডনে চেক আপ করিয়েছিলাম। কিন্তু প্রেসারের কোনো সমস্যা ধরা পড়েনি। আমি বলেছিলাম যে এই মুহুর্তে কোনও বিশ্বকাপ নেই তাই কোনও চাপ নেই।’

আরও পড়ুন: IND vs SA: আচমকা ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার এক ক্রিকেটার 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ইনিংসে ২৬.৬ গড়ে ১৮৬ রান করেছিলেন সাকিব। এ সময় তার ব্যাট থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরি পাওয়া গিয়েছিল। এ ছাড়া বোলিংয়ে ৯ উইকেট নেন তিনি। এর বিপরীতে ২০১৯ বিশ্বকাপে সাকিব অসাধারণ পারফর্ম করেছিলেন, যেখানে তিনি ৮ ইনিংসে ব্যাট করে ৮৬.৬ গড়ে ৬০৬ রান করেছিলেন এবং বোলিংয়ে ১১ উইকেট নিয়েছিলেন।