Shakib Al Hasan: ভক্তকে ঘাড় ধরে ধাক্কা দিলেন সাকিব, আরেকটু হলেই মেরে দিতেন চড়

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের (Shakib Al Hasan) কেরিয়ার এখন নানা বিতর্কে ভরা। সাকিব আবারো মেজাজ হারিয়ে উঠে এসেছেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে…

Shakib Al Hasan angry Viral Video

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের (Shakib Al Hasan) কেরিয়ার এখন নানা বিতর্কে ভরা। সাকিব আবারো মেজাজ হারিয়ে উঠে এসেছেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নিজের এক ভক্তকে ঘাড় ধরে মাঠের বাইরের দিকে নিয়ে যাচ্ছেন সাকিব।

Advertisements

AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, এক ভক্ত সাকিবের কাছে সেলফি তুলতে গেলে ঘটনাটি ঘটে। সাকিব মাঠে উপস্থিত অন্য ব্যক্তিদের সঙ্গে কিছু কথা বলছিলেন। সেই সময় সেলফি তুলতে গিয়েছিলেন ওই ভক্ত। তাতেই মেজাজ হারান সাকিব।

ভিডিওতে দেখা গিয়েছে, সাকিব প্রথমে তার ফ্যানের ঘাড় চেপে ধরেন এবং পরে তার ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এমনকি চড় মারতে উদ্যত হয়েছিল তিনি।শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়েছিলেন সাকিব। ঘটনাই স্বভাবতই হতাশ দেখিয়েছে ওই ভক্তকে। এই কারণেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা সাকিবের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন।

KKR সমর্থকদের স্বস্তি দিয়ে ভারতে ফিরতে চলেছেন গুরবাজ

বহুবার মাথা গরম করে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। মাঠে খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গেও জড়িয়েছেন বিবাদে। এ কারণেই তাকে ক্রিকেটের অন্যতম ব্যাড বয় বলা হয়।