কেলেঙ্কারির পর চোট! সাকিবকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বাংলাদেশের

ফের বিতর্কে সাকিব আল হাসান। চলতি ভারত-বাংলাদেশ সিরিজের (IND vs BAN) প্রথম টেস্টে ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগেই সাড়া জাগাতে ব্যর্থ হয়েছিলেন। চেন্নাইয়ের দ্বিতীয় ইনিংসে…

Shakib Al Hasan Likely to Miss 2nd Test Against India Due to Injury, Bangladesh Concerned

ফের বিতর্কে সাকিব আল হাসান। চলতি ভারত-বাংলাদেশ সিরিজের (IND vs BAN) প্রথম টেস্টে ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগেই সাড়া জাগাতে ব্যর্থ হয়েছিলেন। চেন্নাইয়ের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অধিনায়ক শান্ত দলের মান রক্ষার চেষ্টা করলেও, অভিজ্ঞ সাকিব জঘন্য শর্ট খেলে আউট হয়ে যান। এছাড়াও গতকাল বাংলাদেশের শেয়ার মার্কেট কেলেঙ্করিতেও তাঁর নাম জড়ায়। এবার ব্যর্থতার পাশাপাশি চোটের কবলে নতুন। বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার। চেন্নাই টেস্টে পাওয়া ক্রিকেট তারকার আঙুলের চোট আরও গুরুতর হয়ে উঠেছে বলেই দাবি করছে বাংলাদেশি গণমাধ্যম।

চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত প্রথম টেস্টে ব্যাট করতে নেমে ৩৭৬ রান করে ভারত। বল হাতে বাংলাদেশের পেসাররা সফল হলেও সাকিব সেভাবে কিছুই করতে পারেননি। এরপর জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ; সেখানেও কার্যত নিস্প্রভ ছিল বাংলাদেশি অলরাউন্ডারের ব্যাট। এর পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের কার্যত ধবলধোলাই করেন গিল-পন্থরা। চতুর্থ দিন ৫১৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারতের কাছে ‘আত্মসমর্পণ’ করে বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মহম্মদ সিরাজের বলে আঙুলে চোট পান বাংলাদেশি তারকা অলরাউন্ডার। আর এখানেই তাঁকে নিয়ে উঠেছে প্রশ্নের ঝড়।

   

কানপুরেই শচীনকে টপকানোর অপেক্ষায় বিরাট কোহলি

গতকাল নিজ দেশের সাংবাদিকদের অধিনায়ক শান্ত এবং দলের ফিজিও জানান বল করতে গেলে হাতে ব্যথা পাচ্ছেন সাকিব। তবে তাঁর চোট খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই দাবি করেছেন তিনি। তবে আজ সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের প্রধান জানান,”সাকিবের চোট উদ্বেগ বাড়াচ্ছে। বল ধরতেও এখন সমস্যা হচ্ছে ওঁর। তবে আমরা সকলেই জানি ওঁ কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ভারতের মাঠে খেলার অভিজ্ঞতা অনেক রয়েছে সাকিবের। তবে আমাদের ফিজিওর তত্বাবধানে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।”

প্রসঙ্গত সাকিবের চোট নতুন নয়। এর আগে বহুবার চোটের কবলে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। পায়ের সার্জারি করানোর সময়ও তিনি খেলে গেছেন চোট নিয়ে। সদ্য পাকিস্তানের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেখানেও নাকি আঙ্গুলের চোট নিয়েই খেলা চালিয়েছেন বাংলাদেশের এই তারকা। এছাড়াও বাংলাদেশি প্রিমিয়ার লিগ এবং ঘরের মাঠে নানা ম্যাচে কখনও আম্পায়ারকে গালি দিয়ে বা কখনও প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার করে বারংবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সবমিলিয়ে কানপুরে দ্বিতীয় টেস্ট (IND vs BAN) খেলার আগে বাংলাদেশ তার প্রিয় অলরাউন্ডারকে নিয়ে বেশ চাপেই আছে।