Kalinga Super Cup: কাপ জেতাই লক্ষ্য লোবেরার, অপরাজিত থাকবে ওডিশা?

Sergio Lobera, a Spanish football coach, potentially joining East Bengal Club

বৃহস্পতিবার কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল ওডিশা এফসি। শেষ পর্যন্ত জয় তুলে নেয় ওডিশা। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন দলের অন্যতম দাপুটে ফুটবলার দিয়াগো মরিসিও। তাকে সামনে রেখেই এবারের এই টুর্নামেন্টে কাপ জিততে চাইছে চূড়ান্ত সাফল্য পেতে চাইছে দল।

পরবর্তীতে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি রনবীর কাপুরের মুম্বাইয়ের। যার দরুন অতি সহজেই জয় ছিনিয়ে নেয় সার্জিও লোবেরার ছেলেরা। যার দরুন এবার তাদের লড়াই করতে হবে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিপক্ষে। এখন এই ম্যাচে ও জয় আদায় করতে চাইছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল।

   

পরিসংখ্যান অনুযায়ী দেখলে এখনো পর্যন্ত প্রায় ১৫ ম্যাচ অপরাজিত ওডিশা এফসি। যার মধ্যে টানা ১৩ ম্যাচে জয় ও ২টি ড্র রয়েছে তাদের। সেই ধারা বজায় রেখেই সুপার কাপের ফাইনাল জিততে চাইছে সার্জিও লোবেরার ছেলেরা। উল্লেখ্য, গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা স্বস্তিজনক না থাকলেও পরবর্তীতে সুপার কাপের ছন্দে থেকেছে এই ফুটবল ক্লাব।

একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে তারা পৌঁছে গেছিল ফাইনালে। সেখানে বেঙ্গালুরু বধ করে আসে চূড়ান্ত সাফল্য। যার দরুন পরবর্তীতে এএফসি টুর্নামেন্ট খেলার সুযোগ আসে এই ক্লাবের কাছে। এখনো পর্যন্ত ভারতের একমাত্র ক্লাব হিসেবে এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দিতা করছে ওডিশা।

এবারও সেই ধারা বজায় রাখার লরাখার নজর ওডিশা এফসির। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন আরেক স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। ফাইনাল ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী লোবেরা। তার কথায়, ইস্টবেঙ্গল দলকেই নাকি ফাইনালে চেয়েছিলেন ওডিশার এই কোচ‌। তবে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হলেও যথেষ্ট সাবধানী তিনি। কিন্তু ওডিশার দাপুটে ফুটবলারদের আটকাতে গিয়ে যে কার্যত কাল ঘাম ছুটবে লাল- হলুদে তা বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন