Chak De! India: ১ গোলে পিছিয়ে থাকার পর ১০ গোলে জিতল ভারত

প্রজাতন্ত্র দিবসের দিন দেশের মুখ উজ্জ্বল করলেন মেয়েরা। আজ আক্ষরিক অর্থেই চাক দে ইন্ডিয়া (Chak De! India)। নিউজিল্যান্ডকে হকির মাঠে ১১ গোল দিল ভারত। যার…

India New Zealand Hockey World Cup

প্রজাতন্ত্র দিবসের দিন দেশের মুখ উজ্জ্বল করলেন মেয়েরা। আজ আক্ষরিক অর্থেই চাক দে ইন্ডিয়া (Chak De! India)। নিউজিল্যান্ডকে হকির মাঠে ১১ গোল দিল ভারত। যার সুবাদে ওমানে আয়োজিত ফাইভ সাইড হকি বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ওমানে আয়োজিত প্রতিযোগিতার শুরু থেকে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের মহিলা দল। শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেমেছিল ভারত। পাঁচ বনাম পাঁচের লড়াইয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ০-১ গোলে পিছিয়ে পড়ে ভারত। এরপরেই ঘুরে দাঁড়ায় দল। পরপর এগারো গোল। নিউজিল্যান্ডকে ১১-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড।

ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়েছিল ভারত। তারপর পলকের মধ্যে কাউন্টার অ্যাটাক। কয়েক সেকেন্ডে প্রতিপক্ষের রক্ষণ দূর্গের কাছে পৌঁছে যান ভারতের মেয়েরা। দেখতে দেখতে ছয় গোল। বিরতির আগে ৬-১ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর আরও পাঁচ গোল। গ্যালারিতে বেজে উঠল চাক দে ইন্ডিয়া গান।