Operation Lotus: জোট ত্যাগের জন্য নীতীশ ডাকলেন বৈঠক, দল ছাড়ছেন ১০ কংগ্রেস বিধায়ক

বিহারে অপারেশন লোটাস? (Operation Lotus) নীতীশকে সামনে রেখে যে জোট পরিবর্তন গুঞ্জন চলছে তাতে এবার কংগ্রেসও সামিল! সূত্রের খবর বিহার বিধানসভার ১০ কংগ্রেস বিধায়ক রবিবার…

PM Modi

বিহারে অপারেশন লোটাস? (Operation Lotus) নীতীশকে সামনে রেখে যে জোট পরিবর্তন গুঞ্জন চলছে তাতে এবার কংগ্রেসও সামিল! সূত্রের খবর বিহার বিধানসভার ১০ কংগ্রেস বিধায়ক রবিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।

একেবারে হুড়মুড়িয়ে ভাঙছে বিহারের সরকারে থাকা অ-বিজেপি মহাজোট। সূত্রের খবর, নীতীশ কুমারকে ফের NDA শিবিরে টেনে আনার পাশাপাশি কংগ্রেসের ঘরেও অভিযান চালিয়েছে বিজেপি। পাটনায় তীব্র আলোড়ন। বিহারে অ-বিজেপি সরকার পতন রবিবারই?

পিটিআই জানাচ্ছে রবিবার ২৮ জানুয়ারি সকাল ১০টায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে একটি বৈঠক হবে। এই বৈঠকে নীতীশ কুমারের দল JDU বিধায়ক, বিধান পরিষদ সদস্য এবং সাংসদদেরও ডাকা হয়েছে। এই বৈঠকেই ফের NDA জোটে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন নীতীশ কুমার। বিজেপির ইঙ্গিত নীতীশকেই মুখ্যমন্ত্রীর পদে রাখা হবে।

বিহারে ফের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট করে সরকার গঠন করতে পারে। এ নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। পরিস্থিতি বুঝে ২৭ জানুয়ারি শনিবার  বৈঠক ডেকেছে RJD এবং কংগ্রেস। একমাত্র এই মহাজোটের বাম বিধায়করা অনড়। তাদের ১৬জন বিধায়কের কেউই দলত্যাগ করছেন না। বিহারে বাম শিবিরের সর্বাধিক বিধায়ক আছে CPI(M-L) লিবারেশন দলের। বাকি দুটি বাম দল CPI ও CPIM এর বিধায়করাও নিজেদের জোটে অনড়।

PTI জানাচ্ছে রবিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে বৈঠকে বর্তমান রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকের আলোচ্যসূচি কী হবে তা এখনও জানায়নি জেডিইউ।

সূত্র বলছে, নীতীশ কুমার এবং বিজেপির মধ্যে আলোচনা চলছে এবং উভয় দলই জোট গঠনে সম্মত হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। বলা হচ্ছে, এই জোট তৈরি হলে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন এবং উপমুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন সুশীল কুমার মোদী। তিনি  বিহারের গত এনডিএ সরকারে উপমু়খ্যমন্ত্রী ছিলেন।