শুক্রবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল ওডিশা এফসি (Odisha FC)। কলিঙ্গের বুকে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে মুর্তাজা ফল, হুগো বুমোস এবং রহিম আলি। অন্যদিকে, হায়দরাবাদ এফসির হয়ে একটি মাত্র গোল করেছিলেন স্টেফান সাপিচ। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকল ওডিশা এফসি। পাশাপাশি সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকল এই ফুটবল ক্লাব।
তবে ঘরের মাঠে ম্যাচ থাকলেও শুরুটা খুব একটা ভালো ছিল না জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। তারপর দ্বিতীয় কোয়ার্টারের শেষেই সুযোগ বুঝে গোল করে দলকে এগিয়ে দেন স্টেফান সাপিচ। প্রথমার্ধের শেষে সেই একটি গোলেই এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে ইসাক ভানলালরুয়াতফেলা থেকে শুরু করে হুগো বুমোসরা। তারপর ৪৭ মিনিটের মাথায় অনবদ্য হেড থেকে গোল করে যান মুর্তাজা ফল। তারপর থেকেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে ওডিশা।
প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই ফের গোল হজম করেন আর্শদীপ সিং। এবার প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করেন মরোক্কান তারকা হুগো বুমোস। এরপর গোল শোধ করার মরিয়া চেষ্টা দেখা দিয়েছিল সাই গডার্ড থেকে শুরু করে আয়ূষ অধিকারীদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং ম্যাচের পঞ্চম কোয়ার্টারে ব্যবধানে আরও বাড়িয়ে দেন ভারতীয় তারকা রহিম আলি। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে আসে জয়। সেই নিয়ে যথেষ্ট খুশি ওডিশা এফসির স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় তাঁকে।
লোবেরা বলেন, ” ম্যাচের প্রথমার্ধের পর দলের পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ট খুশি। আমার মনে হয় দ্বিতীয়ার্ধের শুরুতে গোল আসতেই দল নিজের ছন্দে ফিরেছে। সকলে সম্মিলিত মনোভাব দেখিয়েছে এবং অবশেষে, আমরা একটি সহজ পরিস্থিতিতে ফিরে এসেছি। প্রথম থেকে আমাদের ইতিবাচক পারফরম্যান্স থাকলেও একটি গোল হজম করার পর ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে উঠেছিল। এটি দলের জন্য বেদনাদায়ক ছিল।তবে পরবর্তীতে ছেলেরা ম্যাচে ফিরে আসে। অবশেষে আমরা এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছি।”
তবে এদিন যে ওডিশা এফসি গোলের সংখ্যা বাড়তে পারত সেই কথা ও স্বীকার করেন এই আইএসএল জয়ী কোচ। সেই প্রসঙ্গে তিনি বলেন, ” আমাদের আরও বেশি ক্লিনিক্যাল হতে হবে। আমরা গোল করতে পারছি। তবে তিনটি গোল করা সহজ কথা নয়। তবে আমাদের গোল করার আরও সুযোগ ছিল। সেদিকে নজর রাখতে হবে।”