অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদে (East Bengal) প্রায় নিশ্চিত হয়ে গেলেন সার্জিও লোবেরা (Sergio Lobera)। আইএসএলের ইতিহাসে সফল কোচদের মধ্যে একজন তিনি। পূর্বে এফসি গোয়া ও রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি। গোয়ায় তেমন সাফল্য না আসলেও মুম্বাইকে নিজে হাতে আইএসএল জিতিয়েছিলেন তিনি।
তবে বর্তমানে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে রয়েছেন এই স্প্যানিশ কোচ। তবে ইস্টবেঙ্গলের অফার পেয়ে শুরু থেকেই যথেষ্ট আগ্ৰহী ছিলেন লোবেরা। সেইমতো তার সাথে কথাবার্তা ও এগিয়ে নিয়ে গিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। শোনা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চিনের ক্লাব থেকে এনওসি পেয়ে যাবেন তিনি। এরপরেই ভারতে ফিরে লাল-হলুদের দায়িত্ব সামলাবেন এই আইএসএল জয়ী কোচ।
উল্লেখ্য, এবারের আইএসএল শেষ হওয়ার পর থেকেই স্টিফেন কনস্ট্যানটাইন কে সরিয়ে নতুন কোচ আনার কথা শোনা গিয়েছিল ক্লাবের অন্দরে। সেইমতো ঘোষণা করা হয় আসন্ন সুপার কাপের পরেই চাকরি হারাবেন দলের বর্তমান ব্রিটিশ কোচ। কিন্তু কে হবেন নতুন কোচ তা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। লোবেরার পাশাপাশি কার্লোস কুয়াদ্রাত , অ্যান্তোনিও লোপেজ হাবাস ও জোসেফ গাম্বাউয়ের নাম উঠে এসেছে একাধিকবার।
শেষ পর্যন্ত আজ জানা গিয়েছে, আগামী দুই মরশুমের জন্য নাকি ইস্টবেঙ্গলে আসতে মৌখিকভাবে আগ্ৰহ প্রকাশ করেছেন লোবেরা। এখন শুধু সইসাবুদের পালা। তাই সব ঠিকঠাক থাকলে কলকাতায় আশা একশো শতাংশ নিশ্চিত লোবেরার।