Sérgio Barboza: দিল্লিতেই ব্রাজিলিয়ান তারকা

দল বদলর বাজারে চলছে তুমুল রেষারেষি। মোটা অংকের অর্থের বিনিময়ে দল বদল করছেন তারকা ফুটবলাররা। এরই মধ্যে পুরনো দলের ওপর আস্থা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার।

Sérgio Barboza

দল বদলর বাজারে চলছে তুমুল রেষারেষি। মোটা অংকের অর্থের বিনিময়ে দল বদল করছেন তারকা ফুটবলাররা। এরই মধ্যে পুরনো দলের ওপর আস্থা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার।

Advertisements

নতুন মরসুমের আই লীগ হতে চলেছে আগের থেকে হাড্ডাহাড্ডি। সাধ্য মতো টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলই গুছিয়ে নিচ্ছে নিজেদের। ভালো মানের দেশি বিদেশি ফুটবলারদের দলে নিয়েছে বেশিরভাগ ক্লাব। পিছিয়ে নেই দিল্লি ফুটবল ক্লাব। দল বদলের বাজারে অনেক দিন আগে থেকে কাজ শুরু করেছিল রাজধানী শহরের ফুটবল ক্লাবটি। বেশ কয়েকজন নতুন প্রতিভাকে ইতিমধ্যে নিশ্চিত করেছে দিল্লি এফসি। এবার নিশ্চিত ব্রাজিলের ফুটবলার।

বিজ্ঞাপন

দিল্লি এফসিতে আগেও যুক্ত ছিলেন Sérgio Barboza জুনিয়র। চেনা ক্লাবেই ফের সই করেছেন বলে জানা গিয়েছে। বার্বজা মূলত মাঝমাঠের ফুটবলার। তবে আক্রমণ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে জানেন। করেছেন বেশ কিছু গোল। বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তিরিশের কোঠায় থাকা এই উইঙ্গারের।

বার্বোজা ২০১৫-১৭ মরসুমে কোস্টা রিকা প্রিমেরা ডিভিসিয়ন দল লিমনের হয়ে সিনিয়র অভিষেক করেছিলেন। বার্বোজা ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছিলেন, তবে সিনিয়র স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। ২০১৩ সালে ম্যাকায়ে স্থানান্তরিত হন। এরপর তিনি ব্রাজিলিয়ান ক্লাব ওলারিয়ার সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন এবং ২০১৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেন। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে, বার্বোজা প্রাইমরা ডিভিসিয়নের দল লিমনের সাথে এক বছরের চুক্তি তে যুক্ত হয়েছিলেন। বার্বোজা ২০১৭ সালে গুয়াতেমালার ক্লাব কমুনিকাসিওনেস বি’র সাথে লিগা ন্যাসিওনালে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। তিনি ভারতে প্রথম এসেছিলেন ২০১৯ সালে।