Serena Williams on media: টেনিস সংস্থার বিরুদ্ধে এ কেমন অভিযোগ আনলেন সেরেনা?

Serena Williams

বিশ্বের তিন নম্বর টেনিস তারকা আলেজেন্দার জেরেভ-কে দিন কয়েক আগেই দেখা গিয়েছে এক টেনিস টুর্নামেন্টে চেয়ার আম্পায়রকে মারতে। ঐদিন আকাপুলকোয় এটিপি টুনার্মেন্টে ম্যাচ হেরে, আম্পায়ারের ওপর ক্ষোভ উগরে দেন জেরেভ। একের পর এক ব়্যাকেটের ঘা বসিয়ে দেন আম্পায়ারের চেয়ারে।

Advertisements

ঘটনার পর জেরেভকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়। পাশাপাশি বিশ্ব টেনিস সংস্থা বড় অঙ্কের জরিমানা করেছে। জেরেভ ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার তাঁকে আর নির্বাসনের মুখে পরতে হয়নি। এই নিয়েই বিস্ফোরক অভিযোগ আনলেন টেনিস বিশ্বের আরেক তারকা সেরেনা উইলিয়ামস (Serena Williams)।

২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন সেরেনা জানান, এই অপরাধ তিনি করলে তাঁকে জেলে যেতে হত। টেনিস সংস্থার সিদ্ধান্ত সবার জন্য সমান নয়। সেরেনার অভিযোগ যে মিথ্যে নয় তা অতীতের একটি ঘটনার উল্লেখ করলেই বোঝা যাবে। ২০০৯ সালে ইউএস ওপেনের। সেমিফাইনালে কিম ক্লিস্টারেসর বিরুদ্ধে হারের পর ক্ষোভ দেখিয়েছিলেন সেরেনা। তর্ক করেছিলেন আম্পায়ারের সঙ্গেও। তার ফলস্বরূপ ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি ২ বছর তাঁকে বিশ্ব টেনিস সংস্থার কড়া নজরের মধ্যে থাকতে হয়েছিল। তাই সেরেনার কাছে জেরেভের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দ্বিচারিতা।

Advertisements

“এটা জোক ছাড়া আর কিছুই নয়। এমন কাজটা আমি করলে, জেলে যেতে হত। এটাকেই বলে দ্বিচারিতা। তবে আমার এই সব নিয়ে কোনও মাথা ব্যথা নেই। আমি যেমন আমি তাতেই খুশি। আমি নিজেকে ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসেন। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।”-এমনটাই জানিয়েছেন সেরেনা।