আগামীকাল থেকে প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) অভিযান শুরু করছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ পাঠচক্র। যেটি অনুষ্ঠিত হবে নৈহাটি ফুটবল স্টেডিয়ামে। মরশুমের প্রথম ম্যাচ থাকায় সেটি দেখতে যে ভালোই দর্শক হবে তা আন্দাজ করা কঠিন নয় কারুর পক্ষে।
তাছাড়া গতকাল দলের তরফে প্রকাশ করা হয়েছে নতুন লোগো। যেখানে আবার ফিরিয়ে আনা হয়েছে ক্লাবের প্রতিষ্ঠা সাল। যা দেখে খুশি সকলেই। কিন্তু প্রশ্ন হল কিভাবে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট? যতদূর জানা গিয়েছে নৈহাটি স্টেডিয়াম ও নৈহাটি পৌরসভায় নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে দেওয়া হচ্ছে টিকিট। মূলত সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেওয়া হচ্ছে এই ম্যাচের সমস্ত টিকিট। যার দাম রাখা হয়েছে মাত্র ২০ টাকা।
তবে মাঠে খেলা দেখতে এসে মাথায় রাখতে হবে বেশকিছু বিষয়। যেমন জলের বোতল থেকে শুরু করে তামাকজাত দ্রব্য হোক কিংবা ব্যাগ কোনো কিছু নিয়েই প্রবেশ করা যাবে না মাঠের মধ্যে। একমাত্র ছাতা কে সঙ্গে নিয়েই আসা যাবে মাঠে। শোনা গিয়েছে ম্যাচ শুরু হওয়ার মাত্র আধঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট। তারপর থেকে যখন খুশি ঢুকতে পারবেন সমর্থকরা। তবে কারুর কাছে ক্লাবের মেম্বারশিপ কার্ড থাকলে কোনো টিকিটের প্রয়োজন হবে না। তারা ঢুকতে পারবেন সেই কার্ড ব্যবহার করেই।
তবে এবারের এই কলকাতা লিগে নিজেদের ডেভেলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের কেই নামানোর কথা শোনা গিয়েছে বাগান সচিব দেবাশীষ দত্তের তরফ থেকে। সেইমতো সাজানো হয়েছে দল। জুনিয়র দলের কোচ রোমার বদলে হুয়ান ফেরেন্দোর সহকারী কোচ বাস্তব রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে জুনিয়র দলের দায়িত্ব। তার তত্বাবধানেই গত কয়েকদিন অনুশীলন করেছে সবুজ-মেরুন ফুটবলাররা। আগামীকালের ম্যাচে আদৌ কতটা সফল থাকেন এই বাঙালি কোচ এখন সেটাই দেখার।