East Bengal coach: বড়সড় দায়িত্ব পেলেন লাল-হলুদের এই প্রাক্তন কোচ

ভারতীয় ফুটবল মহলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন এলকো স্যাতোরি ( Eelco Schattorie)। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal coach) দায়িত্বে ও ছিলেন একটা সময়

Eelco Schattorie

একটা সময় কলকাতা ময়দানের পাশাপাশি ভারতীয় ফুটবল মহলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন এলকো স্যাতোরি (Eelco Schattorie)। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal coach) দায়িত্বে ও ছিলেন একটা সময়। যদিও সেই যাত্রা খুব একটা দীর্ঘ হয়নি। কয়েক মরশুম পড়েই ছেড়ে দেন লাল-হলুদ ব্রিগেড। ফিরে যান বিদেশে।

এসবের মাঝেই কেটে গিয়েছে অনেকটা বছর। গত কয়েক মরশুমে বেশকিছু ক্লাবের দায়িত্ব পালন করলেও এবার বড়সড় দায়িত্ব উঠল স্যাতোরির কাঁধে। আসন্ন ফুটবল মরশুমের জন্য সৌদি আরবের এ লিগের একটি জনপ্রিয় ক্লাব আল ইত্তিফাক এফসির দায়িত্বে আসলেন তিনি। মূলত দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হয়েছে এলকো স্যাতোরিকে।

   

বলাবাহুল্য, বর্তমানে সময়ে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে সৌদির এই লিগ। মূলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই পথ ধরেই ধীরে ধীরে এই লিগে খেলতে এসেছেন করিম বেঞ্জিমা থেকে শুরু করে কান্তে, জোটা, নাভাস ও ইগালোর মতো তারকা ফুটবলার। এবার এই লিগেই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিজের কর্তব্য পালন করবেন ভারতীয় ফুটবলের এই পরিচিত কোচ। কলকাতা ময়দানের পাশাপাশি একটা সময় হিরো ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেডের মতো ক্লাবের সঙ্গে ও যুক্ত হয়েছিলেন তিনি। তবে এবার বিরাট দায়িত্ব।

তবে এবার ই একেবারে নতুন। অতীতে ও আল সাব, আল খলিফ,ও আল রিফার মতো একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। অধিকাংশ সময়েই যুব দলের কোচ হিসেবে দেখা গিয়েছিল স্যাতোরি কে। এমনকি তার বর্তমান ক্লাব আল ইত্তিফাকে ও কাজ করছেন পাঁচবার। যুব দলের কোচ হওয়ার পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব ও পালন করেছে তিনি। আরও একবার ফিরে এলেন এই ক্লাবে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। এক কথায় বলতে গেলে নিজের ক্যারিয়ার রেকর্ড কে আরও একটু উপরে নিয়ে গেলেন স্যাতোড়ি।