স্কট কুপার (Scott Cooper) নিজের দলকে কখনও পিছিয়ে রাখেন না। মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supergiant ) বিরুদ্ধে ম্যাচেও নিজেদের পিছিয়ে রাখতে তিনি নারাজ। স্পষ্ট জানালেন, “আমরা ভয় পাই না।”
স্কট কুপারের আত্মবিশ্বাসী কণ্ঠ ইন্ডিয়ান সুপার লীগে পরিচিত হয়ে উঠেছে। কিছু দিন আগে নিজের দলের ডিফেন্সকে এবারের ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সেরা বলে অভিহিত করেছিলেন। যদিও পরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জামশেদপুর এফসিকে পরাস্ত হতে হয়েছিল। জামশেদপুর এফসির রক্ষণ কতটা মজবুত সেটা বোঝা যাবে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে।
“খুব ভালো ভাবেই জানি আমরা কারা, আমরা এখন কোন অবস্থানে রয়েছি। একজন প্রশিক্ষক হিসেবে সব সময় আমার দলের হয়েই কথা বলবো। আমরা মোহন বাগান সুপার জায়ান্টকে শ্রদ্ধা করি, কিন্তু ভয় পাই না। ভয় পাওয়া আর শ্রদ্ধা করা দু’টো আলাদা বিষয়। সম্মান করি কারণ তারা সম্মান পাওয়ার যোগ্য”, বলেছেন জামশেদপুর এফসির কোচ স্কট কুপার।
Scott Cooper's men are prepared and raring to go and give their best in #JFCMBSG! Read more: https://t.co/OIIIPZORKr
Over 20,000 tickets already sold and rest are fast selling. Book yours NOW at the JRD Stadium Box Office or bet the que and book online on Ticket Genie:… pic.twitter.com/YTFwqOTYyD
— Jamshedpur FC (@JamshedpurFC) October 31, 2023
“মোহন বাগান সুপার জায়ান্টকে সম্মান করতেই হয়। ওরা ভালো ফুটবল খেলছে। ট্রফি জিতেছে। মাঠে ঠিক যেটা করা উচিৎ তারা সেটাই করে চলেছে। বাগান ভালো ফুটবল খেলছে, যোগ্য দল হিসেবেই তারা এর আগে খেতাব জিতেছে।”