Tiger 3: সকাল ৭টায় শো টাইম, দীপাবলীর সকাল থেকেই ঝড় তুলবে ভাইজান

বলিউডের ভাইজান সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ মুক্তির আগেই ক্যাশ কাউন্টারে ঝড় তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যশরাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত এই…

বলিউডের ভাইজান সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ মুক্তির আগেই ক্যাশ কাউন্টারে ঝড় তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যশরাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পাচ্ছে দীপাবলীতে।অর্থাৎ ১২ নভেম্বর, রবিবার সিনেমাঘরে ঝড় তুলবে ভাইজান। তবে এর মধ্যে এল নতুন খবর। বলা হচ্ছে যে এই ছবির প্রথম স্ক্রিনিং শুরু হতে চলেছে সকাল ৭টা থেকে।

দীর্ঘ ছয় বছর পর টাইগার চরিত্রে বড় পর্দায় ফিরছেন সলমন খান। ভক্তদের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ নির্মাতারা ১২ নভেম্বর সকাল ৭টা থেকে ছবিটির শো খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আর ছবিটির অগ্রিম বুকিং শুরু হবে ৫ নভেম্বর থেকে। ফিল্ম ক্রিটিক তারান আদর্শ এক্স-এ খবরটি শেয়ার করেছেন এবং বলেছেন যে অভূতপূর্ব চাহিদার কারণে ছবিটির খুব ভোরে শো হবে।

ইতিমধ্যেই বিদেশে ছবিটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং সেখানে বাম্পার বুকিং চলছে। বিশেষ করে ব্রিটেনে ‘জওয়ান’ ও ‘পাঠান’কে টপকে যেতে চলেছে ‘টাইগার থ্রি’র অগ্রিম বুকিং।

YRF ৫ নভেম্বর থেকে সারা দেশে ‘টাইগার ৩’ এর জন্য অগ্রিম বুকিং শুরু করতে প্রস্তুত। যেহেতু ছবিটি দীপাবলির ছুটিতে মুক্তি পাচ্ছে, তাই প্রেক্ষাগৃহগুলি এটি তাড়াতাড়ি শুরু করার জন্য অনুরোধ করেছে।

‘টাইগার থ্রি’ ব্লকবাস্টার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি, যা ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর গল্পের সঙ্গে যুক্ত। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা।