Scheduling Conflict: আইএসএলের মাঝপথেই এশিয়ান কাপ! সমস্যার মুখে ফেডারেশন

Scheduling Conflict: সময়ের সাথে সাথে যথেষ্ট জনপ্রিয় হয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশে ও ছড়িয়ে পড়েছে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা।

AIFF General Secretary Kalyan Chaubey addressing the media

Scheduling Conflict: সময়ের সাথে সাথে যথেষ্ট জনপ্রিয় হয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশে ও ছড়িয়ে পড়েছে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা। অনেকের মতেই ভারতীয় ফুটবল কে এক অন্যমাত্রা দিতে সহায়তা করেছে এই হিরো আইএসএল। কিন্তু আগত টুর্নামেন্টের আয়োজন নিয়ে দেখা দিয়েছে সমস্যা।

আসলে প্রায় একই সময়ের মধ্যেমধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএল ও এশিয়ান কাপের ম্যাচ। সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। যআ চলবে একেবারে এপ্রিল মাস অব্দি। অপরদিকে আগামী বছরের জানুয়ারী থেকে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। যেটা চলবে একেবারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। যারফলে, হিরো আইএসএলের মাঝপথেই নিজেদের দল ছেড়ে ভারতীয় দলের সাথে যুক্ত হতে হবে সমস্ত ফুটবলারদের।

এই নিয়েই রীতিমতো দেখা দিয়েছে একাধিক সমস্যা। তাছাড়া ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ আগেই জানিয়ে দিয়েছেন যে, আগত এশিয়ান কাপ খেলার আগে প্রায় এক মাস দল নিয়ে অনুশীলন চালাতে চান তিনি। পাশাপাশি দলের সিনিয়র ফুটবলার থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো তরুণ ফুটবলারদের তরফ থেকে ও যতদূর সম্ভব বেশি দিনের জন্য প্রস্তুতি শিবির করার মতামত উঠে এসেছে।

তবে এই গোটা বিষয়টি নির্ভর করছে এফএসডিল থেকে শুরু করে ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএসএলের সময়সূচীর উপর। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এমন পরিস্থিতি তৈরি হলে মাস কয়েক বিরতি নিয়ে শুরু হতে পারে আইএসএল।

যদিও এই বিষয়ে খুব একটা আমল দিতে নারাজ ফেডারেশন মহাসচিব এস প্রভাকরন। তিনি বলেন, আগত এশিয়ান কাপের প্রস্তুতির শিবিরের দিনক্ষণ নির্ধারণের জন্য আমরা হিরো আইএসএলের সময়সূচি প্রকাশের অপেক্ষা করছি। তবে আমাদের তরফ থেকে সব রকম ভাবে চেষ্টা চালানো হবে। যাতে কোনো রকম সমস্যা না তৈরি হয়। তবে এশিয়ান কাপ চলাকালীন বন্ধ রাখার পরিকল্পনা থাকলেও তা আদৌ এক মাসের জন্য করা যাবে কিনা তা বলা মুশকিল।