ISL: এসসি ইস্টবেঙ্গলের প্র‍্যাকট্রিস সেশনের চাঞ্চল্যকর টুইট পোস্ট

ইন্ডিয়ান সুপার লিগের (ISL)দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ ৬ মিনিটের অতিরিক্ত সময়ে এক পয়েন্ট ঘরে তোলার ‘মানসিকতা’র জেরে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে, এসসি ইস্টবেঙ্গলকে…

ইন্ডিয়ান সুপার লিগের (ISL)দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ ৬ মিনিটের অতিরিক্ত সময়ে এক পয়েন্ট ঘরে তোলার ‘মানসিকতা’র জেরে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে, এসসি ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। এরপর ‘মানসিকতা’ বদলে চেন্নাইন সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করেছে লাল হলুদ ব্রিগেড। 

 

সরস্বতী পুজোর দিন অর্থাৎ শনিবার অবশ্য প্র‍্যাকট্রিস সেশনে কোনও বিরতি না রেখে লাল হলুদ ফুটবলারদের নিয়ে মাঠে নেমেছেন হেডকোচ মারিও রিভেরা।আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল খেলবে ওডিশা এফসি’র বিরুদ্ধে।

 

ওই ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ লাল হলুদ শিবিরের হেডকোচ মারিও রিভেরা। শনিবার প্র‍্যাকট্রিস সেশনের শুরুতে ফুটবলারেরা ওয়ার্ম আপ সেরে নিয়ে জোর কদমে ম্যাচ সিচুয়েশনে বল পায়ে বিপক্ষ খেলোয়াড়দের হার্ডলস টপকানোর কৌশলে নিজেদের অস্ত্রকে আরও বেশি করে ক্ষুরধার করে তুলতে ঘাম ঝড়ায়। প্র‍্যাকট্রিস সেশনে মারিও রিভেরা দলের খেলোয়াড়দের নিয়ে থিওরি ক্লাসও নিয়েছে, যা এসসি ইস্টবেঙ্গলের শনিবারের সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিও পোস্টে ধরা পড়েছে।

 

চলতি ISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গল ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে,১ ম্যাচ জিতে এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে এবং ৭ ম্যাচ ড্র এবং সম সংখ্যক ম্যাচে হেরে গিয়ে।

 

অন্যদিকে লাল হলুদ শিবিরের বিপক্ষ দল ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’রা ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে, ৫ ম্যাচে জয়,তিনটে ড্র এবং ৬ ম্যাচে হারের মুখ দেখে।

 

ISL টুর্নামেন্টের তিন ভাগের দুই ভাগ অংশের খেলা হয়ে গিয়েছে। এসসি ইস্টবেঙ্গল দলের এখন টার্গেট যতটা সম্ভব ওপরের দিকে উঠে টাইটেলশিপ অভিযান খতম করা যায়। আর ওডিশা এফসির লক্ষ্য থাকবে মারিও রিভেরার দলকে হারিয়ে ISL টুর্নামেন্টের প্রথম টপ চার দলের মধ্যে জায়গা করে নেওয়া।লাল হলুদ ব্রিগেড তিলক ময়দানে ওডিশাকে হারিয়ে তিন পয়েন্ট পেলেও লিগ টেবিলে দশম স্থানেই থাকবে।কারণ ৯ নম্বরে থাকা এফসি গোয়া ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্যাট হয়ে বসে রয়েছে।