BCCI : ভারতের হাজারতম ওডিআই ম্যাচের আগে যুজবেন্দ্র চাহালের চাঞ্চল্যকর টুইট পোস্ট

আগামী রবিবার ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে ১০০০ তম ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারত,আহমেদাবাদে। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চাহাল…

আগামী রবিবার ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে ১০০০ তম ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারত,আহমেদাবাদে। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চাহাল শনিবার যে টুইট পোস্ট করেছে তাতে নেট সেশনে কুলদীপ যাদবের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছে,”পুনর্মিলিত ! একসাথে শক্তিশালী 💪🇮🇳। ” এই টুইট পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

   

 

প্রসঙ্গত, তিন ম্যাচের ওডিআই সিরিজের সবকটি খেলাই হবে আহমেদাবাদে। কেননা কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে ক্যারিবিয়ানদের ভারত সফরের ভেন্যুতে কাটছাঁট করা হয়েছে এবং দর্শকশূন্য স্টেডিয়ামে তিন ম্যাচের ওডিআই এবং সম সংখ্যক ম্যাচের টি২০ সিরিজের খেলা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে 

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।

 

BCCI ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যে ১৮ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছিল, ওই স্কোয়াডের মোট ৫ জন ক্রিকেটার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিখর ধাওয়ান,রুতুরাজ গায়কোয়াড়,শ্রেয়স আইয়ার, নবদীপ সাইনি,অক্ষর প্যাটেল।

এই সঙ্গে ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং সিকিউরিটি লিয়াজন অফিসার বি. লোকেশের RT-PCR পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। পাশাপাশি স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট রাজীব কুমারের RT-PCR পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। 

 

ইতিমধ্যেই, BCCI এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টিম কোভিড-১৯ পজিটিভ রোগীদের দেখভাল করছে এবং স্কোয়াডের কোভিড-১৯ পজিটিভ রোগীদের কোভিড প্রটোকল মেনে আইসোলেসন প্রক্রিয়ার মাধ্যমে ওই পজিটিভ রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত তারা বিচ্ছিন্ন থাকবে।”

 

অন্যদিকে, পরিবর্ত খেলোয়াড় হিসেবে স্কোয়াডে এসেছে ঈশান কিষান,মায়াঙ্ক আগরওয়াল। এখানে উল্লেখ্য যে,টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য প্রথমে অক্ষর প্যাটেলের নাম ঘোষিত হয়।কিন্তু ভারতীয় স্কোয়াডে কোভিড-১৯ ভাইরাসের হানাদারির জেরে ওডিআই ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এসেছে অক্ষর প্যাটেল।